Logo

আন্তর্জাতিক

জাপান ও ফিলিপাইনের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় ফোনালাপ করবেন বাইডেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১২:২২

জাপান ও ফিলিপাইনের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় ফোনালাপ করবেন বাইডেন

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (১৩ জানুয়ারি) ভোরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোসের সাথে ত্রিপক্ষীয় ফোনালাপ করবেন। 

এসময় তিন নেতা পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক বিষয় এবং সাম্প্রতিক আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। 

রোববার (১২ জানুয়ারি) ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোসের এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের মুখপাত্র সিজার শ্যাভেজ এক বিবৃতিতে বলেছেন, রোববার এই ফোনালাপ হওয়ার কথা ছিল, তবে লস অ্যাঞ্জেলেসের দাবানলের কারণে তা স্থগিত করা হয়। 

এর আগে বাইডেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ক্যালিফোর্নিয়ার দাবানলের ওপর নজর রাখতে ৯ থেকে ১২ জানুয়ারি তার নির্ধারিত ইতালি সফর বাতিল করেন। 

বিতর্কিত দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে চীনের প্রচেষ্টা বানচাল করার লক্ষ্যে তিনটি দেশ নিরাপত্তা সহযোগিতা জোরদার করেছে। 

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর