ব্রাজিলে মুষলধারে বৃষ্টি, ভূমিধসে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৯:০৩
ছবি : সংগৃহীত
দক্ষিণ-পূর্ব ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে মুষলধারে বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছেন। রোববার (১২ জানুয়ারি) উদ্ধারকারী সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।
ইপাটিঙ্গায় নয়জনের মৃত্যুর পাশাপাশি, পাশের সান্তানা দো প্যারাইসো শহরে একজনের মরদেহ পাওয়া গেছে। রোববার সন্ধ্যা পর্যন্ত একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ ব্যক্তির পরিবারের চার সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ইপাটিঙ্গা শহরে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে মাত্র এক ঘণ্টার ব্যবধানে শহরে ৮০ মিলিমিটার (৩.১ ইঞ্চি) বৃষ্টি হয়, যা ভূমিধসের কারণ হয়ে দাঁড়ায়।
স্থানীয় মেয়রের কার্যালয়ের তথ্যমতে, ভূমিধসে বিধ্বস্ত একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বেথানিয়া এলাকার একটি রাস্তার পাশে মাটি ধসে রাস্তার সবকিছুই ভেসে গেছে।
মিনাস গেরাইস রাজ্যের গভর্নর রোমিউ জেমা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের প্রতি গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন।
লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল সাম্প্রতিক বছরগুলোতে চরম আবহাওয়ার প্রকোপে বিপর্যস্ত। গত বছর এপ্রিল এবং মে মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টির ফলে দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় ১৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।
এমআই