প্রথমবারের মতো চাঁদে বাণিজ্যিক নভোযান পাঠাচ্ছে নাসা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:২৪
ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো বাণিজ্যিক উদ্দেশ্যে চাঁদে নভোযান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চন্দ্র বিজয়ের প্রায় ৫৬ বছর পর বুধবার (১৫ জানুয়ারি) পৃথিবী থেকে চাঁদের উদ্দেশে রওনা দেবে নাসার প্রথম বাণিজ্যিক নভোযান। ব্লু ঘোস্ট মিশন-১ নামে এ অভিযানে পাঠানো হচ্ছে ‘ব্লু ঘোস্ট’ নামের একটি রোবট।
নাসার কমার্শিয়াল লুনার পেলোড সার্ভিসেস বা সিএলপিএস-এর উদ্যোগ এবং আর্টেমিস ক্যাম্পেইনের অংশ হিসেবে এই অভিযানের অংশীদার হয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি অ্যারোস্পেস প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেস। ব্লু ঘোস্ট নামক রোবটটিও তাদেরই তৈরি।
এদিন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে স্পেসএক্স কোম্পানির তৈরি ফ্যালকন ৯ রকেটে করে চাঁদের উদ্দেশে রওনা দেবে ব্লু ঘোস্ট।
মার্চের প্রথমদিকে প্রায় ৪৫ দিন পর চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ব্লু ঘোস্ট। এ ৪৫ দিনে নাসার প্রতিনিধি হিসেবে অন্তত ১০টি বৈজ্ঞানিক অনুসন্ধান চালাবে ব্লু ঘোস্ট। এসব অনুসন্ধানের প্রতিটিই চাঁদের পরিবেশ এবং ভবিষ্যতে সেখানে মানুষের সম্ভাব্য বসতি স্থাপনের সঙ্গে সম্পর্কিত। এছাড়া মহাবিশ্বের আবহাওয়া এবং মহাজাগতিক শক্তি কীভাবে পৃথিবী ও চাঁদের ওপর প্রভাব ফেলে- সেটি যাচাই করাও এ অভিযানের অন্যতম উদ্দেশ্য বলে নাসার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এই ফ্লাইটের বৈজ্ঞানিক গবেষণাগুলোর উদ্দেশ্য হচ্ছে, চাঁদের নিচের স্তরে ড্রিলিং প্রযুক্তি, রেগোলিথ (চাঁদের মাটির) নমুনা সংগ্রহের সক্ষমতা, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের দক্ষতা, রেডিয়েশন সহিষ্ণু কম্পিউটিং এবং চাঁদের ধূলিকণা কমানোর পদ্ধতি পরীক্ষা ও প্রদর্শন করা। এই গবেষণা মহাকাশের আবহাওয়া এবং অন্যান্য মহাজাগতিক শক্তির প্রভাব কেমনভাবে পৃথিবীর উপর পড়ে, সে সম্পর্কে নতুন তথ্য দিতে সাহায্য করবে বলে জানিয়েছে নাসা।
সূত্র : নাসার ওয়েবসাইট।
এসবি