Logo

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে ইসরায়েলি মন্ত্রীর পদত্যাগের হুমকি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩৩

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে ইসরায়েলি মন্ত্রীর পদত্যাগের হুমকি

ছবি : সংগৃহীত

কাতারে চলমান আলোচনা অনুযায়ী গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে রাজি হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের ডানপন্থী পুলিশ মন্ত্রী ইতামার বেন-গভির।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বেন-গভির যুদ্ধবিরতি চুক্তি ঠেকানোর শেষ প্রচেষ্টা হিসেবে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে তার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজা যুদ্ধবিরতি চুক্তি করা হলে এটা হামাসের কাছে ইসরায়েলের বিপজ্জনক আত্মসমর্পণ হিসেবে বর্ণনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এ পোস্টে বেন-গভির বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী যুদ্ধের পর হামাসের কাছে ইসরায়েলের আত্মসমর্পণ ঠেকাতে এবং গাজা উপত্যকায় ৪০০ জনেরও বেশি আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) সৈন্য নিহত হওয়ার পর তাদের মৃত্যু যেন বৃথা না যায় তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ আমাদের একমাত্র সুযোগ।’

এদিকে সোমবার স্মোট্রিচ বলেছেন যে, তিনি এই চুক্তির বিরোধিতা করেন তবে নেতানিয়াহুর জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেননি। বেশিরভাগ মন্ত্রী পর্যায়ক্রমে যুদ্ধবিরতি চুক্তিকে সমর্থন করবেন বলে আশা করা হচ্ছে। যেখানে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

বেন-গভির সেই মন্তব্যই পুনর্ব্যক্ত করে বলেন, গাজায় ইসরায়েলে নিকট হামাসের পরিপূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যেতে হবে। 

ইসরায়েলি হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত এবং ২৫০ জনেরও বেশি জিম্মি হয়েছেন।

ইসরায়েলি হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে প্রায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয় এবং ২৫০ এরও বেশি মানুষ অপহৃত হয়। 

অপরদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় ৪৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মধ্যস্থতা করছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই চুক্তি চূড়ান্ত হতে পারে।

তবে কিছু জিম্মি পরিবারের সদস্যরা এই চুক্তির বিরোধিতা করছেন কারণ তাদের আশঙ্কা যে, পর্যায়ক্রমে জিম্মি মুক্তির পরিকল্পনা করার কারণে ৯৮ জন জিম্মির মধ্যে মাত্র কয়েকজনকে মুক্তি দেওয়া হবে এবং অন্যদেরকে বন্দি রাখা হবে।

এদিকে এ চুক্তি সম্পর্কে বিভিন্ন জরিপে ইসরায়েলি জনগণের ব্যাপক সমর্থন দেখা গেছে।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর