মাঝ আকাশে ভেঙে পড়ল ইলন মাস্কের স্টারশিপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:১৩
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই মাঝ আকাশে ভেঙে পড়ল স্পেসএক্সের বিশাল স্টারশিপ রকেট। উপরের অংশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও নিচের অংশ (অংশ) সফলভাবে লঞ্চপ্যাডে ফিরে আসে।
ইলন মাস্কের কোম্পানির কর্মকর্তারা বলেছেন, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উড্ডয়নের পর সমস্যা দেখা যায়। ফলে রকেটের উপরের অংশটি হারিয়ে যায়। কিন্তু বুস্টারটি সফলভাবে লঞ্চপ্যাডে ফিরে আসে।
এদিন অ্যামাজন প্রধান জেফ বেজোসের ব্লু অরিজিন তাদের নিউ গ্লেন রকেট প্রথমবারের মতো সফলভাবে উৎক্ষেপণ করে। মহাকাশযানের বাজারে আধিপত্য বিস্তারে এই দুই বিলিয়নিয়ার ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এক্স (সাবেক টুইটার) পোস্টে স্পেসএক্স জানিয়েছে, এ ধরনের পরীক্ষার মাধ্যমে অনেক কিছু শেখার আছে। পরবর্তীতে সেখান থেকেই সাফল্য আসে। এই উৎক্ষেপণ স্টারশিপের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করতে সাহায্য করবে। মূল কারণটি আরও ভালোভাবে বোঝার জন্য সকল তথ্য পর্যালোচনা করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ওই মহাকাশযানে আগুন ধরে গেছে। সেটা হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের উপর দিয়ে একটি কমলা রঙের বলের মতো উড়ে গেছে, যার পেছনে ধোঁয়ার লেজ রয়েছে।
ইলন মাস্ক এক্সে পোস্টে একটি ভিডিও শেয়ার করে লেখেন , সাফল্য অনিশ্চিত, কিন্তু বিনোদন নিশ্চিত!
তিনি আরও বলেন, মহাকাশযান ও বুস্টারের ‘উন্নত সংস্করণ’ উড্ডয়নের জন্য অপেক্ষা করছে।
এ ঘটনায় ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, স্পেসএক্স মিশনের ‘অসঙ্গতির’ বিষয়ে সচেতন ছিল এফএএ। ফলে মহাকাশ যানের ধ্বংসাবশেষ যে এলাকায় পড়ার সম্ভাবনা ছিল তার আশপাশে বিমান চলাচল কিছু সময়ের জন্য স্থগিত ও রুট পরিবর্তন করা হয়। পরে স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হয়েছে।