ছবি : সংগৃহীত
অবশেষে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হল জনপ্রিয় চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। নতুন আইনি বাধ্যবাধকতায় শনিবার (১৮ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্র টিকটক অ্যাপ ব্যবহারকারীদের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
রোববার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে, ব্যবহারকারীদের একটি বার্তা পাঠানো হয়। এতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার আইন বাস্তবায়িত হয়েছে। দুর্ভাগ্যবশত, এর মানে হচ্ছে এখন আপনি টিকটক ব্যবহার করতে পারবেন না।’
বার্তায় আরও বলা হয়, ‘আমরা সৌভাগ্যবান প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন এবং তিনি অফিস গ্রহণ করার পর টিকটক পুনরায় চালু করার জন্য একটি সমাধান নিয়ে কাজ করবেন। দয়া করে আমাদের সঙ্গে থাকুন!’
মাসব্যাপী আইনি লড়াইয়ের পর শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট একটি আইন অনুমোদনের মাধ্যমে জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটক নিষিদ্ধ করেছেন। যদি না তার চীনা মালিকরা অ্যাপটি বিক্রি করে কোনো মার্কিন মালিকদের কাছে হস্তান্তর না করে। ১৯ জানুয়ারি পর্যন্ত এটার সময়সীমা ছিল। কিন্তু তার কয়েক ঘণ্টা আগে থেকেই অ্যাপটি আর ব্যবহার করা যাচ্ছে না যুক্তরাষ্ট্রে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি গ্রাহক রয়েছে।
শনিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টিকটক নিয়ে আলোচনা করার পর ট্রাম্প এনবিসি নিউজকে বলেন, ‘আমি ৯০ দিনের স্থগিতাদেশ দেওয়ার বিষয়ে ভাবছি, এটি উপযুক্ত হবে। যদি আমি এটি করি, আমি সম্ভবত সোমবার এটি ঘোষণা করব।’
এই আইন অনুযায়ী, অ্যাপল এবং গুগল তাদের অ্যাপ স্টোর থেকে টিকটক অপসারণ করতে বাধ্য এবং নতুন ডাউনলোড বন্ধ করবে। তা না করলে ৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।
এর আগে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, বিদায়ী বাইডেন প্রশাসন টিকটককে রক্ষায় ব্যবস্থা নেবে না।
এসবি