Logo

আন্তর্জাতিক

দাঙ্গায় জড়িতদের ক্ষমা ট্রাম্পের, সাবেক স্পিকার বললেন ‘বিশ্বাসঘাতকতা’

Icon

বিবিসি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১০:০৭

দাঙ্গায় জড়িতদের ক্ষমা ট্রাম্পের, সাবেক স্পিকার বললেন ‘বিশ্বাসঘাতকতা’

২০২১ সালের ছয়ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে আটক প্রায় ১৫০০ মানুষকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমা করে নির্বাহী আদেশে সই করায় তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি।

ন্যান্সি পেলোসি ক্যাপিটল হিলে দাঙ্গার সময় ডেমোক্রেটিক হাউজ স্পিকার ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিজ পেলোসি বলেন, ‘এই পদক্ষেপ দেশের ‘বিচার ব্যবস্থা ও শারীরিক ক্ষত ও মানসিক ট্রমার সম্মুখীন হওয়া মানুষদের প্রতি অত্যন্ত অবমাননাকর।’

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের ওই সিদ্ধান্ত ‘লজ্জাজনক’ এবং যেসব পুলিশ কর্মকর্তা সেদিন জীবনবাজি রেখে কাজ করেছেন, তিনি (ট্রাম্প) সেইসব পুলিশ কর্মকর্তাদের সাথে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর