Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে নাৎসি স্যালুট দেওয়ার অভিযোগ মাস্কের বিরুদ্ধে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:৪৫

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে নাৎসি স্যালুট দেওয়ার অভিযোগ মাস্কের বিরুদ্ধে

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে একের পর এক নাৎসি স্যালুটের মতো অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েছেন প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক।

রোববার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পর ট্রাম্প সমর্থকদের উদ্দেশে মাস্ক বলেন, ‘গত ৪ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে 'কোনো সাধারণ বিজয় নয়'।

ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় মাস্ক বলেন, ‘এটি ছিল মানব সভ্যতার পথে একটি নতুন মোড়।’

তিনি বলেন, ‘এটা সত্যিই গুরুত্বপূর্ণ। এটি ঘটানোর জন্য আপনাকে ধন্যবাদ! ধন্যবাদ।’

এরপর মাস্ক তার ডান হাত বুকে আঘাত করে, তারপর তার বাহু উঁচু করে নিচের দিকে তর্জনী একত্রিত করে একটি অঙ্গভঙ্গি করেন। তারপর তিনি তার পেছনে ভিড়ের মুখোমুখি হওয়ার জন্য ঘুরে দাঁড়ান এবং অঙ্গভঙ্গিটি পুনরাবৃত্তি করেন।

টেসলা ও স্পেসএক্স প্রধান এবং ট্রাম্প প্রশাসনে তথাকথিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ইলন মাস্কের এই কাজ অনলাইনে তাৎক্ষণিক তদন্তের মুখোমুখি হয়। নেটিজেনরা তার এ অঙ্গভঙ্গিকে অ্যাডলফ হিটলারের কুখ্যাত সিগ হেইল স্যালুট বলে অভিযোগ করেছিলেন।

এ সম্পর্কে ব্রিটিশ সাংবাদিক ও ধারাভাষ্যকার ওয়েন জোনস সামজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছেন, ‘সত্যি বলতে এটি নাৎসি স্যালুটের মতো দেখাতে পারে না।’

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, মাস্ক ‘রোমান স্যালুট’ দিয়ে তার বক্তব্য শেষ করেছেন বলে মনে করা হয়েছিল। কিন্তু এটি একটি ফ্যাসিবাদী স্যালুট যা সাধারণত নাৎসি জার্মানির সাথে যুক্ত।

এদিকে ইহুদি বিদ্বেষের বিরোধিতা করার জন্য নিবেদিত অন্যতম বিশিষ্ট সংস্থা অ্যান্টি-ডিফেমেশন লিগসহ (এডিএল) অন্যরা মাস্ককে সমর্থন করে বলে যে, মাস্ক একটি বিশ্রী অঙ্গভঙ্গি করেছিলেন যা নাৎসি স্যালুট নয়।

এক এক্স (সাবেক টুইটার) পোস্টে এডিএল জানায়, ‘এটা একটা নতুন শুরু। আসুন আমরা নিরাময়ের আশা করি এবং সামনের মাস এবং বছরগুলোতে ঐক্যের সাথে কাজ করি।’

এ বিষয়ে মাস্কের আইনজীবী এবং তার বেশ কয়েকটি সংস্থার কাছে মন্তব্য চেয়ে অনুরোধের তাৎক্ষণিক কোন সাড়া পায়নি সংবাদমাধ্যম আল-জাজিরা।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে জার্মানির কট্টর ডানপন্থী সংগঠন অল্টারনেটিভ ফর জার্মানির নেত্রী অ্যালিস উইডেলকে তার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ আমন্ত্রণ জানান এই ধনকুবের।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর