Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের কাঁধে হাত রেখে চলা কে এই মেলানিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৩:০৫

ট্রাম্পের কাঁধে হাত রেখে চলা কে এই মেলানিয়া

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতটা আলোচনায় ছিলেন, ততটাই ফোকাসে ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। গ্ল্যামার, ব্যক্তিত্ব এবং ফ্যাশন সেন্সের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়। দ্বিতীয়বারের মতো ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউজে ফিরে এসেছেন মেলানিয়া। মডেল হিসেবে যাত্রা শুরু করলেও এখন তিনি একজন ফ্যাশন আইকন এবং মার্কিন ইতিহাসে অন্যতম প্রভাবশালী ফার্স্ট লেডি হিসেবে পরিচিত।

১৯৭০ সালে স্লোভেনিয়ার সেভনিকায় জন্মগ্রহণ করেন মেলানিয়া। তরুণ বয়সেই মিলান ও প্যারিসে জনপ্রিয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হন তিনি। ১৯৯৬ সালে চলে আসেন নিউইয়র্কে। যেখানে তিনি আরও পরিচিতি লাভ করেন। পরবর্তীতে ২০০৬ সালে ২৪ বছরের বড় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তাদের দাম্পত্য জীবনে নানা চ্যালেঞ্জ এসেছে। বিশেষ করে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানি, কিশোরী ধর্ষণ এবং অর্থের বিনিময়ে সম্পর্কের মতো গুরুতর অভিযোগ উঠেছে। তবে মেলানিয়া সবসময় তার স্বামীর পাশে ছিলেন। এমনকি পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে হওয়া বিতর্কেও মেলানিয়া ট্রাম্পকে সমর্থন জানিয়ে পাশে থেকেছেন।

ফার্স্ট লেডি হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেয়ার আগে মেলানিয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউজের স্মৃতি পুনরায় ফিরে পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেন। বাসা বদলের কিছু জটিলতা থাকলেও এবারের জন্য কিছু নতুন পরিকল্পনা করেছেন বলে জানান তিনি। 

মেলানিয়ার অনন্য ব্যক্তিত্ব, গ্ল্যামার এবং ধৈর্য তাকে সবসময় আলোচনার কেন্দ্রে রেখেছে।

এফএটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর