Logo

আন্তর্জাতিক

পানামা খাল যুক্তরাষ্ট্রের উপহার নয় : পানামার প্রেসিডেন্ট

Icon

বিবিসি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৯:২৮

পানামা খাল যুক্তরাষ্ট্রের উপহার নয় : পানামার প্রেসিডেন্ট

অভিষেক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খাল পুনরায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের নেওয়ার ঘোষণা দেওয়ার পর তার কড়া জবাব দিয়েছেন পানামার প্রেসিডেন্ট রাউল মুলিনো।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুলিনো বলেন, ‘পানামা খাল যুক্তরাষ্ট্রের কোনো উপহার বা ছাড় নয়। এটি পানামার জনগণের সম্পত্তি।’

ট্রাম্প তার অভিষেক ভাষণে বলেছিলেন, ‘পানামা নিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।’

তিনি অভিযোগ করেন, ‘চীন বর্তমানে পানামা খাল পরিচালনা করছে। এ ছাড়াও আমেরিকান জাহাজগুলো থেকে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে এবং তাদের ন্যায্য আচরণ করা হচ্ছে না।’

পানামা খাল যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। বিশ্বজুড়ে সমুদ্রপথে হওয়া মোট বাণিজ্যের প্রায় পাঁচ শতাংশ ৫১ মাইল দৈর্ঘ্যের এই খাল দিয়েই সম্পন্ন হয়।

মুলিনো ট্রাম্পের ওই বক্তব্যকে ‘ভিত্তিহীন’ দাবি করে বলেন, ‘পানামা খাল আমাদের দেশের গর্ব। এটি পানামার জনগণের সম্পত্তি।’

ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পানামা-যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপর নতুন করে আলো ফেলেছে।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর