যুক্তরাষ্টের লস অ্যাঞ্জেলেসের উত্তরে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। বুধবার শুরু হওয়া এ দাবানল দ্রুত ৯ হাজার ৪০০ একর (৩৮ বর্গ কিলোমিটার) জুড়ে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে ৩১ হাজারের বেশি মানুষকে বাধ্যতামূলক স্থানান্তরের আদেশ দেওয়া হয়েছে।
এদিকে লস এঞ্জেলেস থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) উত্তরে হিউজের এই দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী দুটি দানব দাবানলের একটি ইটন দাবানলে আকার দুই-তৃতীয়াংশে বৃদ্ধি পেয়েছে।
লস এঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেন, কাস্টেইক লেক এলাকার লোকজনের জীবন ‘হুমকির’ সম্মুখীন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশ শক্তিশালী ও শুষ্ক বাতাসের কারণে আগুনের চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এসব অঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ৩১ হাজার মানুষকে বাধ্যতামূলক স্থানান্তর করা হয়েছে। আরও ২৩ হাজার মানুষকে সতর্ক করা হয়েছে।
অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট জানিয়েছে, সান গ্যাব্রিয়েল পর্বতের পুরো ৭ লাখ একরে (২ হাজার ৮০০ বর্গ কিলোমিটার) পার্কটি দর্শকদের জন্য বন্ধ রাখা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার বন ও আগুন নিয়ন্ত্রণ অফিস (ক্যাল ফায়ার) জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চারপাশে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে ১১শ ফায়ার ফাইটার মোতায়েন করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্থনি মারোন বলেছেন, হিউজ দাবানল নিয়ন্ত্রণে ৪ হাজারের বেশি ফায়ার ফাইটার কাজ করছেন।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৯ মাস ধরে তেমন কোনো বৃষ্টিপাত নেই। যার ফলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠে। তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত কিছু বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। বৃষ্টি হলে ফায়ার ফাইটাররা কিছুটা স্বস্তি পাবেন।
নতুন করে বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। তবেম ৭ জানুয়ারি থেকে লস এঞ্জেলেসের দুটি মারাত্মক দাবানল আরও নিয়ন্ত্রণে এসেছে। পূর্ব দিকের ১৪ হাজার ২১ একর (৫৭ বর্গ কিলোমিটার) জুড়ে ছড়িয়ে পড়া ইটন দাবানল ৯১ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে। আর পশ্চিম দিকের ২৩ হাজার ৪৪৮ একর (৯৫ বর্গ কিলোমিটার) জুড়ে পুড়ে যাওয়া প্যালিসেডেস দাবানল ৬৮ শতাংশ নিয়ন্ত্রণে।
৭ জানুয়ারি শুরু হওয়া এ দুটি দাবানল প্রায় ওয়াশিংটন ডিসির আয়তনের একটি এলাকা পুড়িয়ে দিয়েছে। এ সময় ২৮ জন নিহত ও প্রায় ১৬ হাজার কাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে।
এছাড়া গত দুই সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কয়েকটি ছোট দাবানল নিভে গেছে বা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ওএফ