Logo

আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহারই সিরিয়ার উন্নতির চাবিকাঠি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:১১

নিষেধাজ্ঞা প্রত্যাহারই সিরিয়ার উন্নতির চাবিকাঠি

ছবি : সংগৃহীত

সিরিয়ার ওপর কয়েক দশক ধরে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিরিয়ার স্থিতিশীলতার চাবিকাঠি বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে বৈঠকে সিরিয়া এবং এর অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় এ কথা জানান তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আল-শাইবানি বলেন, চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করাই এখন জাতীয় লক্ষ্য।’

এসময় সিরিয়ার পুনর্গঠনে সহায়তা করার জন্য শরণার্থীদের প্রত্যাবর্তনকে দামেস্ক স্বাগত জানায় বলে জানান তিনি।

শাইবানি বলেন, `সিরিয়া এখন একটি নতুন যুগে প্রবেশ করেছে এবং নতুন প্রশাসন চায় এটি একটি শান্তিপূর্ণ জাতি হোক। দেশে এবং বিদেশে সিরীয়দের বোঝানো গুরুত্বপূর্ণ যে তাদের নতুন সরকার শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা চায়।‘

তিনি আশ্বস্ত করে বলেন, তার দেশ বিশ্বের কোনো দেশের জন্য হুমকি হবে না।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘সিরিয়া উপসাগরীয় দেশগুলোর সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাতে অংশীদারিত্ব প্রতিষ্ঠায় কাজ করছে।’

তিনি বলেন, সিরিয়া আগামী ধাপে বিদেশি বিনিয়োগের জন্য তার অর্থনীতিকে উন্মুক্ত করে দেবে।

তিনি আরও বলেন, ‘বিশ্ব যদি চায় যে সিরিয়া তার দুর্যোগ থেকে বেরিয়ে আসুক, তবে তাদেরকে অবশ্যই সিরিয়ার জনগণের স্বপ্নকে সমর্থন করতে হবে।’

বিশ্ব সম্প্রদায়কে ‘সিরিয়ার ভবিষ্যৎ গঠনে সমর্থন করার’ আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ১৯৭৯ সালের ডিসেম্বরে সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র । এর ফলে দেশটিতে রপ্তানি নিষেধাজ্ঞা, বিক্রয় বিধিনিষেধ এবং বিভিন্ন আর্থিক সীমাবদ্ধতা সৃষ্টি হয়।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর