Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা সৌদির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:১২

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা সৌদির

ছবি : সংগৃহীত

আগামী চার বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার বাড়ানোর পরিকল্পনা করেছে সৌদি আরব।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সোমবার দায়িত্ব গ্রহণের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম ফোনালাপ হয়। এসময় ক্রাউন প্রিন্স মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন।

দুই নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে দুই দেশের মধ্যে সহযোগিতার উপায় নিয়েও আলোচনা করেন।

এসপিএ আরও জানায়, বিন সালমান আগামী চার বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য ৬০০ বিলিয়ন ডলার বাড়ানোর ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিনিয়োগের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি প্রতিবেদনে।

প্রসঙ্গত, তার প্রথম মেয়াদে (২০১৭-২০২১) ট্রাম্প সৌদি আরবে তার প্রথম বিদেশ সফর করেছিলেন।

এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, সৌদি আরব ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনতে রাজি হলে তিনি আবারও সৌদি সফর করবেন।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর