Logo

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ৯০০ চেকপয়েন্ট ও সামরিক গেট স্থাপন করল ইসরায়েল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩৯

পশ্চিম তীরে ৯০০ চেকপয়েন্ট ও সামরিক গেট স্থাপন করল ইসরায়েল

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদারিত্ব এবং অবরোধ বাড়িয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা সামরিক চেকপয়েন্ট ও লোহার গেট স্থাপন অব্যাহত রেখেছে। এছাড়া মাটির স্তূপ দিয়ে রাস্তা বন্ধ করছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো দখলদার বাহিনী পশ্চিম তীর প্রদেশের অধিকাংশ প্রবেশ ও প্রস্থানের পথে তাদের সামরিক কড়াকড়ি বৃদ্ধি করেছে।

ফিলিস্তিনের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশনের পাবলিকেশন এবং ডকুমেন্টেশন বিভাগের মহাপরিচালক আমির দাউদ বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ১৪৬টিরও বেশি লোহার গেট বসানো হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের শুরু থেকে ১৭টি গেট স্থাপন করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে এখানে বিভিন্ন ধরনের মোট বাধার সংখ্যা ৮৯৮টি। যা স্থায়ী বা অস্থায়ী, মাটি বা ময়লার ব্যাগ দিয়ে বাধাসহ অন্যান্য আরও অনেক ধরনের বাধা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসরায়েলি বাহিনী রামাল্লা এবং আল-বিরেহ এলাকার আতারা এবং আইন সিনিয়া চেকপয়েন্টে তাদের সামরিক কড়াকড়ি বৃদ্ধি করেছে।

রামাল্লার উত্তরে আতারা এবং আইন সিনিয়া চেকপয়েন্টে টানা তৃতীয় দিনের মতো নাগরিকদের জন্য এক শ্বাসরুদ্ধকর সংকট দেখা দিয়েছে। ইসরায়েলি সৈন্যরা যানবাহন তল্লাশি করছে এবং নাগরিকদের আইডি কার্ড পরীক্ষা করছে। এর ফলে শত শত যানবাহন দীর্ঘ লাইনে ছাড়পত্র পাওয়ার জন্য অপেক্ষা করায় দেখা দিয়েছে তীব্র যানজট।

ইসরায়েলি বাহিনী নবী ইলিয়াস ও কাফর লাকিফ গ্রামের প্রবেশপথ লোহার গেট দিয়ে বন্ধ করে দিয়েছে।  এই এলাকায় নাগরিকদের চলাচলও বন্ধ করে দিয়েছে। তারা কালকিলিয়ার পূর্বে আল-ফুন্দুক, জিত এবং হাজ্জা গ্রামের প্রবেশদ্বারে সামরিক চেকপয়েন্ট স্থাপন করেছে। যার ফলে কালকিলিয়া-নাবলুস প্রধান সড়কে নাগরিকদের চলাচলে বাধার সৃষ্টি হয়েছে।

দখলদার বাহিনী তুবাসের পূর্বদিকে তায়াসির সামরিক চেকপয়েন্টটিও লোহার গেট দিয়ে বন্ধ করে দিয়েছে এবং নাগরিকদের (বিশেষত যারা জর্ডান উপত্যকায় যেতে ইচ্ছুক) অতিক্রম করার অনুমতি দেয়নি। তারা হামরা সামরিক চেকপয়েন্টেও তাদের সামরিক ব্যবস্থা জোরদার করেছে এবং ফিলিস্তিনি নাগরিকদের চলাচলে বাধা দিচ্ছে। যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

প্রায় দেড় বছর ধরে এই দুটি চেকপয়েন্টে সামরিক বাহিনীর বাধা তীব্র হচ্ছে এবং বারবার নাগরিকদের যাতায়াতে বাধা সৃষ্টি করছে, যা গত তিন দিন ধরে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে।

এসব বাধার মুখে শত শত ফিলিস্তিনি চেকপয়েন্ট পার হয়ে কর্মস্থলে পৌঁছানোর আশায় চেকপয়েন্টেই রাত কাটিয়েছেন। 

চেকপয়েন্টে এই বাধাগুলোর মাধ্যমে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের শহরগুলোকে জর্ডান উপত্যকা থেকে বিচ্ছিন্ন করেছে। ফলে জর্ডানে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার চেকপয়েন্টগুলোর সাময়িক শিথিলতার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

ইসরায়েলি বাহিনী জেরুজালেমের উত্তরে কালান্দিয়া এবং জাবা সামরিক চেকপয়েন্টগুলোতে তাদের ব্যবস্থা আরও কঠোর করেছে। যার ফলে ফিলিস্তিনিদের চলাচলে বাধার পাশাপাশি তীব্র যানজট দেখা দিয়েছে।

সূত্র : আল কুদস।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর