Logo

আন্তর্জাতিক

ফেসবুক-ইনস্টাতে যোগ দিলেই বোনাস ৫ হাজার ডলার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৮:২১

ফেসবুক-ইনস্টাতে যোগ দিলেই বোনাস ৫ হাজার ডলার

ছবি : সংগৃহীত

সম্প্রতি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সদ্য বিদায় নেওয়া বাইডেন প্রশাসনের গ্রহণ করা এই সিদ্ধান্ত নতুন ট্রাম্প প্রশাসন সাময়িক সময়ের জন্য শিথিল করলেও, এই অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা বাতিল হয়নি। অ্যাপটি মার্কিন বাজার থেকে সম্পূর্ণরূপে বিদায় নেবে আরও ৭৫ দিন পর। তবে নিষেধাজ্ঞার সময় পেছালেও কোন অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে না অ্যাপটি।

এমন পরিস্থিতিতে বিলিয়নেয়ার মার্ক জাকারবার্গের মেটা ‘থার্ড পার্টি’ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটদের ফেসবুক ও ইনস্টাগ্রামে যোগ দেওয়ার জন্য একটি বড় পরিমাণ অর্থ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে।

কোম্পানিটির তরফ থেকে জানানো হয়েছে, নির্বাচিত ক্রিয়েটররা যদি মেটার প্ল্যাটফর্মে তিন মাসের বেশি সময় ধরে কনটেন্ট পোস্ট করেন, তবে তারা পাঁচ হাজার ডলার পর্যন্ত বোনাস পাবেন।

তাদের নিজস্ব ওয়েবসাইটে মেটা জানিয়েছে, যারা তাদের 'ব্রেকথ্রু বোনাস প্রোগ্রামে’ নির্বাচিত হবেন, তারা যোগদানের পর প্রথম ৯০ দিনে নিয়মিত পোস্ট করলে এই অর্থ পাবেন। তাদের সামাজিক উপস্থিতির মূল্যায়নের ভিত্তিতে এই অর্থ প্রদান করা হবে।

মেটার প্ল্যাটফর্মে কনটেন্ট শেয়ার করে ক্রিয়েটররা ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে প্রবেশাধিকারও পাবেন। যা ব্যবহারকারীদের তাদের পোস্ট থেকে অতিরিক্ত আয় করতে সাহায্য করবে। বোনাসের পাশাপাশি, মেটা এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের মেটা ভেরিফায়েডের একটি ফ্রি ট্রায়াল অফার করছে।যা ব্লু চেকমার্ক প্রদান করবে, বিশেষ ফিচার সরবরাহ করবে এবং অ্যাকাউন্টকে আরও গ্রহণযোগ্য করে তোলে। সাধারণত, এই ফিচারের জন্য মাসে ১৫ থেকে ১২০ ডলার পর্যন্ত অর্থ খরচ হয়ে থাকে।

যদিও মেটা বলেনি যে তাদের এই বোনাসের প্রস্তাব শুধু টিকটক ব্যবহারকারীদের জন্য। তবে এই ঘোষণা ঠিক এমন সময়ে এসেছে যখন তাদের প্রতিদ্বন্দ্বী এই প্ল্যাটফর্মটি মার্কিন অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

এদিকে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ১৭০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে। যাদের অনেকের জীবিকা টিকটকের উপর নির্ভরশীল। 

অপরদিকে মেটা টিকটকের মতো তাদের নতুন অ্যাফিলিয়েট লিঙ্ক এক্সপেরিয়েন্স চালু করেছে। এই সুবিধা ব্যবহারকারীদের কনটেন্টে অ্যাফিলিয়েট লিঙ্ক যোগ করার  মাধ্যমে ব্যবসা করার সুযোগ দেবে। এই পদ্ধতিতে মেটা ব্যবহারকারীরা তাদের ভিডিওতে সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক অর্থাৎ যে পণ্য বা সেবা নিয়ে ব্যবসা করা হবে সেই পণ্য বা সেবার লিঙ্ক যোগ করতে পারবেন, ঠিক যেমনটা টিকটকে হয়।

তবে টিকটকের সব ফিচার এখন ইনস্টাগ্রামের নতুন আপডেটে দেখা যাচ্ছে। প্রতীদ্বন্দীর পড়ন্ত সময়ে বাজার লুফে নিতে সম্ভাব্য সব উপায়ই অবলম্বন করছে মেটা।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর