জ্যাকেটের চেন কেটে গেছে, সেফটিপিন লাগিয়েছেন মমতা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:৪১
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সাধারণ জীবনযাপনের একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সম্প্রতি এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে শেয়ার করা এই ছবিতে দেখা যাচ্ছে, মমতার জ্যাকেটের চেন কেটে গেছে এবং তিনি তা সেফটিপিন দিয়ে ঠিক করেছেন। এই দৃ্শ্য দেখে বিস্মিত হয়েছেন নেটিজেনরা।
তবে, ছবিটির সত্যতা নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস বাংলা। যদিও ছবিটি নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। কিছু মানুষ মমতার এই সাদামাটা জীবনযাত্রাকে প্রশংসা করেছেন, আবার কিছু মানুষ এর পেছনে রাজনৈতিক কৌশলও খুঁজে পেয়েছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে অত্যন্ত সাধারণ জীবনযাপন করে আসছেন। তিনি কখনো বাহুল্য পছন্দ করেন না এবং সাধারণ গাড়িতেই চলাফেরা করেন। তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে সহজে মিশে যেতে সক্ষম তিনি, যা তাকে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হতে সাহায্য করেছে। মানুষের কাছ থেকে দূরে না গিয়ে, বারবার তিনি জনসভায় গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।
তবে, বিরোধীরা মমতার সাধারণ জীবনযাত্রাকে একরকম রাজনৈতিক কৌশল হিসেবে দেখে থাকেন। তাঁদের মতে, রাজ্যের বিভিন্ন সমস্যাগুলি—যেমন দুর্নীতি, বেকারত্ব এবং চুরির ঘটনা—এমনকি সমালোচনার মুখে, মমতা এই ধরনের ছবি ও প্রচারণার মাধ্যমে নজর ঘোরাতে চাইছেন।
এদিকে, গত বছর একটি সমীক্ষায় মমতাকে ভারতের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম রিপোর্টে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ কোটি টাকার গণ্ডিও পার করেনি, যা তাকে দেশের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে ‘দরিদ্র’ হিসেবে আখ্যায়িত করেছে।
এটিআর/