Logo

আন্তর্জাতিক

ইসরায়েলের ৪ নারী জিম্মিকে মুক্তি দিল হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪৪

ইসরায়েলের ৪ নারী জিম্মিকে মুক্তি দিল হামাস

আলজাজিরা থেকে নেওয়া ছবি

জিম্মি চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে হামাস। শনিবার ‘শাবাকাতু কুদস আল-ইখবারিয়া’র সূত্রে আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তি পাওয়া চার ইসরায়েলি নারী 

ইসরাইলি হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরামের মতে, মুক্তি পাওয়া নারীরা হলেন- করিনা আরিভ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। আলবাগের বয়স ১৯ বছর, আর বাকিদের বয়স এখন ২০ বছর।

হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে যাদের জিম্মি হিসেবে আটক করে, এই চারজন নারী সেনাও তাদের মধ্যে ছিলেন। 

আরও পড়ুন- ৪ ইসরায়েলি জিম্মির বদলে মুক্তি পাচ্ছে ২০০ ফিলিস্তিনি বন্দী

বিপরীতে, দ্বিতীয় ধাপে ইসরায়েলি এই চার নারীর বদলে মুক্তি পেতে যাচ্ছে অন্তত ২০০ জন ফিলিস্তিনি বন্দী। ইসরায়েলের একটি সংবাদামধ্যম সূত্রে আলজাজিরা মুবাশির জানিয়েছে, এরই মধ্যে তাদের মুক্তি দিতে প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনি বন্দীদের আটকে রাখা হয়, দখলদারদের এমন একটি কারাগারের সামনে বন্দীদের বহনকারী গাড়ি দেখা গেছে।

এই যুদ্ধবিরতি চুক্তিটি ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির অংশ, যা গত রোববার কার্যকর হয়েছে এবং যার উদ্দেশ্য হলো- সংঘাতের স্থায়ী অবসানের পথ প্রশস্ত করা।

আরও পড়ুন- মহাকাশে নাসার রেকর্ড করা শব্দকে ‘ফেরেশতাদের জিকির’ বলা কি যুক্তিযুক্ত?

কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা কয়েক মাস ধরে নিষ্ফল আলোচনার পর শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের কয়েকদিন আগে এই যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন হওয়ায় ডোনাল্ড ট্রাম্প এটি নিশ্চিত করার কৃতিত্ব দাবি করেছেন। 

হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা শুক্রবার টেলিগ্রামে বলেছিলেন, বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে কাসসাম ব্রিগেড চারজন নারী সেনাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর