হামাসের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ, ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন স্থগিত
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:২৪
![হামাসের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ, ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন স্থগিত](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/26/172cf75224affd8e657e40-(1)-6795aaf9d8a8a.jpg)
ছবি : সংগৃহীত
হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে তাদের বাড়িতে ফিরতে বাধা দিয়েছে ইসরায়েল। শনিবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় দাবি করেছে, ইসরায়েলি বন্দি আরবেল ইয়েহুদকে মুক্ত করতে ব্যর্থ হয়ে হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
রোববার (২৬ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এবং বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার ভোরে হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেওয়ার পর এবং ইসরায়েল ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার পর এই বিরোধ শুরু হয়।
তবে ইসরায়েলি সরকার জানিয়েছে, ইসরায়েলি বেসামরিক নাগরিক আরবেল ইয়েহুদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজাবাসীকে উত্তরাঞ্চলে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।
এদিকে হামাস জোর দিয়ে বলেছে যে, আরবেল ইয়েহুদ বেঁচে আছেন এবং আগামী সপ্তাহে তাকে মুক্তি দেওয়া হবে।
চুক্তি অনুযায়ী, সেনাদের আগেই বেসামরিক লোকজনকে মুক্তি দেবে হামাস।
মিশরের রাষ্ট্র সংশ্লিষ্ট আল-কাহেরা নিউজ চ্যানেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইয়েহুদ জীবিত আছেন এবং আগামী শনিবার তাকে ছেড়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গাজায় যুদ্ধবিরতি চুক্তির ছয় সপ্তাহের প্রথম পর্যায় ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু করা যুদ্ধ বন্ধ করেছে ইসরায়েল।
যুদ্ধবিরতির প্রথম দিনে হামাস কর্তৃক মুক্তি পাওয়া তিন ইসরায়েলি বন্দির বিনিময়ে ৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল।
তিন ধাপের যুদ্ধবিরতি চুক্তির মধ্যে রয়েছে বন্দি বিনিময় এবং টেকসই শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা।
ইসরায়েল গাজাজুড়ে প্রায় ৪৭ হাজার ৩০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। যাদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ১১ হাজার ৪০০ জন। নিখোঁজ রয়েছেন অন্তত ১১ হাজার মানুষ।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গত বছরের নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
এছাড়া, গাজায় নির্বিচারে গণহত্যার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।
এসবি