বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফের যোগ দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১১:২৬
ছবি : সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) পুনরায় যোগদানের বিষয়টি বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোভিড-১৯ মহামারি ও অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার কয়েকদিন পর শনিবার (২৫ জানুয়ারি) এ ঘোষণা দেন তিনি।
রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, লাস ভেগাসে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘হয়তো আমরা আবার যোগ দেওয়ার কথা ভাববো।’
লাস ভেগাসে সমবেত জনতার উদ্দেশে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চীনের চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বেশি অর্থ সহায়তা দেয় এতে তিনি অসন্তুষ্ট।
এর আগে ২০২৬ সালের ২২ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষনা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২০ জানুয়ারি) হোয়াইট হাউজে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর ট্রাম্প এ ঘোষণা দেন।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৃহত্তম আর্থিক সাহায্যকারী। সংস্থাটির মোট তহবিলের প্রায় ১৮ শতাংশ অবদান রাখে যুক্তরাষ্ট্র। বিগত অর্থবছরে (২০২৪-২০২৫) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাজেট ছিল প্রায় ৬৮০ কোটি ডলার।
এসবি