ইসরায়েলকে বোমা সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৭
![ইসরায়েলকে বোমা সরবরাহের নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/26/578623-6795cee7405c1.jpg)
ছবি : সংগৃহীত
ইসরায়েলকে দুই হাজার পাউন্ড বোমা সরবরাহের ওপর বাইডেন প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস।
বার্তাসংস্থা এক্সিওস এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের তিন কর্মকর্তার বরাত দিয়ে অনলাইন মাধ্যম এক্সিওস জানিয়েছে, শুক্রবার (২৪ জানুয়ারি) পেন্টাগনের পক্ষ থেকে ইসরায়েলি সরকারকে এই পরিবর্তনের বিষয়ে অবহিত করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, খুব দ্রুতই একটি জাহাজে করে ১ হাজার ৮০০ এমকে-৮৪ বোমা রাখা হবে এবং ইসরায়েলের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় হামলা করার কাজে ইসরায়েলের ব্যবহৃত দুই হাজার পাউন্ড বোমাসহ একটি অস্ত্রের চালান সরবরাহ বন্ধ করে দেন। জনবহুল এলাকায় এর সম্ভাব্য ব্যবহার নিয়ে উদ্বেগের কারণে চালানটি থামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ইসরায়েলকে সহায়তা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সমালোচিত হয়ে আসছে। গত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংস হামলায় ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এর প্রেক্ষিতে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া, গাজায় নির্বিচারে গণহত্যার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।
এসবি