Logo

আন্তর্জাতিক

এবার এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগের দাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৩:৩১

এবার এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগের দাবি

ছবি : সংগৃহীত

মন্ত্রিত্ব ছাড়ার পর এবার ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্য (এমপি) পদ থেকেও সরে দাঁড়ানোর দাবির মুখে পড়ছেন সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক।

রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৯০ কোটি পাউন্ড পাচারে সহায়তার অভিযোগে মন্ত্রিত্ব ছাড়েন টিউলিপ। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি যুক্তরাজ্যের নীতিবিষয়ক স্বাধীন উপদেষ্টা লরি ম্যাগনাসকে তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছেন। তদন্তের পর ম্যাগনাস এই সিদ্ধান্তে উপনীত হন যে, টিউলিপ  উপহার হিসেবে কিংস ক্রসে ফ্ল্যাট পাওয়ার বিষয়টি অস্বীকার করে জনগণকে 'বিভ্রান্ত' করেছেন।

প্রধানমন্ত্রীর নৈতিকতা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাস বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে, টিউলিপ বাংলাদেশের পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার পারিবারিক সম্পর্কের ঝুঁকির বিষয়ে সতর্ক ছিলেন না ‘

উপহার হিসেবে বাড়িগুলোর ট্যাক্স ও অর্থের উৎসের যথাযথ অকাট্য প্রমাণ দেখাতে পারেননি টিউলিপ। এই ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেন লরি ম্যাগনাস।

কে তাকে ফ্ল্যাট উপহার দিয়েছে সে বিষয়ে টিউলিপের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ ওঠার পর তিনি বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক যে তাকে রেকর্ড সংশোধন করতে বাধ্য করা হয়েছে।’

ম্যাগনাস বলেন, ‘তিনি মন্ত্রীর কোড ভঙ্গ করেননি এবং অসঙ্গতিপূর্ণ প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসাবে তার চলমান দায়িত্বগুলো বিবেচনা করা উচিত।’

এদিকে বিগত সপ্তাহের শেষে টোরি দলের সদস্যরা হ্যাম্পস্টেড ও হাইগেট এলাকায় তার পদত্যাগের জন্য একটি প্রচারণা শুরু করেছে। সোমবার (২৭ জানুয়ারি) টিউলিপকে নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি করার জন্য তার বিরুদ্ধে পিটিশন দেবে আন্দোলনকারীরা।

ক্যামডেনে টোরি দলের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড ডগলাস বলেন, ‘সবাই তাকে যতটা ভালো মনে করেন, তিনি ততটা ভালো মেয়ে নন।’

তবে চলমান এ আন্দোলন সম্পর্কে লেবার পার্টি এখনো কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই তার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অপকর্মের প্রমাণ উঠে এসেছে তদন্তে। সম্প্রতি আর্থিক দুর্নীতির এক মামলায় বাংলাদেশে টিউলিপ সিদ্দিক ও তার খালা শেখ হাসিনাসহ পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। 

টিউলিপ ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রাশিয়ার অর্থায়নে পরিচালিত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে। গত ডিসেম্বরে দুর্নীতির এই অভিযোগের তদন্তে যুক্ত হয় টিউলিপ সিদ্দিকের নাম। এরপর তদন্তের অংশ হিসাবে তদন্তকারী কর্মকর্তারা দেশের বড় ব্যাংকগুলোকে সিদ্দিকের সাথে সম্পর্কিত অ্যাকাউন্টের লেনদেনের বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেন।

এসবি/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর