Logo

আন্তর্জাতিক

কুম্ভমেলায় ডুব দিলেন শাহ ও যোগী, ভিডিও ভাইরাল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫

কুম্ভমেলায় ডুব দিলেন শাহ ও যোগী, ভিডিও ভাইরাল

অমিত শাহর ভেরিফায়েড পেজ থেকে নেওয়া ছবি

ভারতের ঐতিহ্যবাহী কুম্ভমেলায় পুণ্যস্নানে অংশ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগগুরু বাবা রামদেব এবং অন্যান্য সাধু-সন্তরা। 

সোমবার (২৭ জানুয়ারি) সকালে প্রয়াগরাজে সপরিবারে এসে ত্রিবেণী সঙ্গমে ডুব দেন অমিত শাহ। মহাকুম্ভে ডুব দিয়ে প্রায় ১০ মিনিট ধরে স্নান করেন তিনি। এরপর পুত্র জয় শাহ ও নাতিকে সঙ্গে নিয়ে গঙ্গা পূজা এবং গঙ্গা আরতিতে অংশ নেন। এক ভিডিওতে দেখা যায়, শাহ নিজের কোলে নাতিকে নিয়ে সাধু-সন্তদের আশীর্বাদ নিচ্ছেন।

আরও পড়ুন- কুম্ভমেলায় পুণ্যস্নানে মানুষের হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে নিহত ১০

সকালে প্রয়াগরাজ বিমানবন্দরে পৌঁছালে রাজ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অমিত শাহকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখান থেকে হেলিকপ্টার এবং স্টিমারের মাধ্যমে আরেল ঘাটে পৌঁছান তিনি। স্টিমারে যাওয়ার পথে স্ত্রী সোনাল শাহের সঙ্গে পরিযায়ী পাখিদের খাবার খাওয়ানোর মুহূর্তটি ভাইরাল হয়েছে।


গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভে ইতিমধ্যেই ৬০ লাখের বেশি মানুষ স্নান করেছেন। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত চলবে এই মেলা। আয়োজকরা আশা করছেন, এবারের কুম্ভমেলায় প্রায় ৪৫ কোটি মানুষের সমাগম হবে।

সূত্রের খবর, আগামী ৫ ফেব্রুয়ারি কুম্ভমেলায় স্নান করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে রোববার সপা প্রধান অখিলেশ যাদবও এখানে পুণ্যস্নান সেরেছেন।

ভারতের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এই কুম্ভমেলায় শাহ ও যোগীর অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে। সূত্র : সংবাদ প্রতিদিন 

বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর