Logo

আন্তর্জাতিক

ভারত-চীনের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর সম্মতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৫০

ভারত-চীনের মধ্যে পুনরায় সরাসরি ফ্লাইট চালুর সম্মতি

ছবি : সংগৃহীত

কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী রাজনৈতিক উত্তেজনার প্রায় পাঁচ বছর পর সোমবার (২৭ জানুয়ারি) ভারত ও চীন দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করতে নীতিগতভাবে সম্মত হয়েছে। 

নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিসরির বেইজিং সফর শেষে এই ঘোষণা আসে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ভয়েস অব আমেরিকা।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ভারত-চীনের যৌথ সীমান্তে হিমালয় সেনাদের প্রাণঘাতী সংঘর্ষের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিক্রম মিসরির চীনের রাজধানীতে সফর ছিল শীর্ষ সরকারি সফরগুলোর মধ্যে একটি। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এই বেইজিং সফরে দুই দেশ সরাসরি বিমান ফ্লাইট পুনরায় শুরু করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে।’

এতে বলা হয়, ‘উভয় পক্ষের সংশ্লিষ্ট কারিগরি কর্তৃপক্ষ বৈঠক করবে এবং শীঘ্রই এই উদ্দেশ্যে একটি আপডেটেড ফ্রেমওয়ার্ক নিয়ে তারা আলোচনা করবে।’ 

ভারতের বিবৃতিতে আরও বলা হয়, চীন হিন্দু দেবতা কৃষ্ণের একটি জনপ্রিয় মন্দিরে পুনরায় তীর্থযাত্রা শুরু করার অনুমতি দিয়েছে। এই দশকের শুরুতে এই মন্দিরে তীর্থযাত্রা স্থগিত করা হয়েছিল। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ফ্লাইট পুনরায় চালু হওয়ার চুক্তির কথা উল্লেখ করা হয়নি। তবে এতে বলা হয়েছে, উভয় দেশ গত বছর থেকে সম্পর্ক উন্নয়নে কাজ করছে 

প্রসঙ্গত, এর আগে দুই দেশের মধ্যে সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় ও চারজন চীনা সেনা নিহত হয়। এরপর বেইজিং এবং নয়াদিল্লি গত অক্টোবরে তাদের বিতর্কিত সীমান্তের একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাশপয়েন্টে উল্লেখযোগ্য সামরিক প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছিল। 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো বিরল আনুষ্ঠানিক বৈঠকের আগে এই চুক্তি হলো। 

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর