Logo

আন্তর্জাতিক

কুম্ভমেলায় পুণ্যস্নানে মানুষের হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে নিহত ১৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:২২

কুম্ভমেলায় পুণ্যস্নানে মানুষের হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে নিহত ১৫

ভারতের ঐতিহ্যবাহী কুম্ভমেলায় পুণ্যস্নানে অংশ নিতে গিয়ে প্রচণ্ড ভিড়ের কারণে অন্তত ১৫ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পুণ্যস্নানের সময় প্রচণ্ড ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। অন্তত ১০ হাজার পুণ্যার্থী একসঙ্গে স্নান করতে যাওয়ার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেছেন। এ পরিস্থিতিতে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদি।

আরও পড়ুন- কুম্ভমেলায় ডুব দিলেন শাহ ও যোগী, ভিডিও ভাইরাল

পদপিষ্টের ঘটনার পরই মৌনী অমাবস্যায় কুম্ভমেলার ‘শাহী স্নান’ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত চলবে। আয়োজকরা আশা করছেন, এবারের কুম্ভমেলায় প্রায় ৪৫ কোটি মানুষের সমাগম হবে।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর