সুইডেনে কোরআন পোড়ানো সেই সালওয়ান মোমিকা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:১৩
২০২৩ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে কুরআন পোড়ানোর দায়ে অভিযুক্ত সালওয়ান মোমিকা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সুইডিশ প্রসিকিউশন অথরিটি জানিয়েছে। পুলিশ বলেছে, এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ইরাকি অভিবাসীকে হত্যার তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
মোমিকাকে বৃহস্পতিবার স্টকহোমের একটি আদালতে জাতি বা গোষ্ঠীর বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টির অভিযোগের মামলায় হাজির হওয়ার কথা ছিল।
স্টকহোম পুলিশ মোমিকা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তারা জানায়, বুধবার গভীর রাতে স্টকহোমের নিকটবর্তী একটি শহর সোডারটালজেতে গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়। এরপর প্রসিকিউশন অথরিটি নিশ্চিত করেছে যে মোমিকাই সেই ব্যক্তি ছিলেন।
কুরআন পোড়ানোর সাথে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কিনা তা জানায়নি কর্তৃপক্ষ।
মোমিকা ২০২৩ সালে ঈদুল আজহার দিনে একটি মসজিদের বাইরে কুরআনে আগুন দেন। এরপর সুইডেনসহ বিশ্বজুড়ে বিক্ষোভ শুরু হয়। তিনি জানিয়েছিলেন যে তিনি মুসলিম বিশ্বের কিছু অংশে ইসলামপন্থীদের দ্বারা খ্রিস্টান সংখ্যালঘুদের প্রতি দুর্ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন।
ওএফ