Logo

আন্তর্জাতিক

সুইডেনের স্কুলে গুলি, আহত ৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৬

সুইডেনের স্কুলে গুলি, আহত ৫

সুইডেনের একটি স্কুলে গুলির ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার দুপুরে স্টকহোম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর ১টার দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতদের অবস্থা জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ, আশপাশের বাসিন্দাদের স্কুল এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। ঘটনাটিকে এখন পর্যন্ত হত্যার চেষ্টা, অগ্নিসংযোগ ও আগ্নেয়াস্ত্রের গুরুতর অপরাধ হিসেবে দেখা হচ্ছে।’

গুলিবর্ষণের ঘটনাটি সুইডেনের একটি কমভুক্স বা প্রাপ্তবয়স্ক শিক্ষাকেন্দ্রে ঘটেছে। জন্য যারা প্রাথমিক বা মাধ্যমিক স্কুল শেষ করতে পারেনি, এই ধরনের প্রতিষ্ঠানগুলো মূলত তাদের জন্য তৈরি।

পুলিশ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে আশপাশের স্কুলের শিক্ষার্থীদের ভবনের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।

ওরেব্রো পুলিশ বেশ কিছু নির্দেশনা জারি করেছে সেগুলো হলো- অভিযানে মারাত্মক সহিংসতার হুমকি রয়েছে। তাই সাধারণ জনগণকে ভাস্থগা এলাকা থেকে দূরে থাকার অনুরোধ করা হচ্ছে।

একটি তথ্য কেন্দ্র স্থাপন করা হবে যেখানে আত্মীয়স্বজন ও স্থানীয়দের কোনো প্রশ্ন থাকলে যাতে পারবেন। তবে জনগণকে স্কুল বা হাসপাতালে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর