Logo

আন্তর্জাতিক

এক আকাশে ৭ সূর্য, বিরল দৃশ্য ভাইরাল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৫

এক আকাশে ৭ সূর্য, বিরল দৃশ্য ভাইরাল

ছবি : সংগৃহীত

একটি কিংবা দুটি নয়, আকাশে সাতটি সূর্য! ক্যামেরায় ধরা পড়া অদ্ভুত এই দৃশ্য আবারও ভাইরাল হয়েছে। বিরল দৃশ্যটি চীনের সিচুয়ান প্রদেশের চেংডু শহরের একটি হাসপাতাল থেকে ধারণ করা হয়েছিল। মিস ওয়াং নামে এক তরুণী গত বছরের আগস্টে হাসপাতালের ১১তলা থেকে এই ভিডিওটি ক্যামেরাবন্দি করেন।  

ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশে একসাথে সাতটি সূর্য জ্বলজ্বল করছে। তার মধ্যে সবচেয়ে উজ্জ্বল বাঁ দিকের দ্বিতীয় সূর্য, অন্য সূর্যগুলো ম্লান হয়ে গেছে। ভিডিওটি পোস্ট করার পরই সোশ্যাল মিডিয়ায়  ছড়িয়ে পড়েছে। ৮৬ লাখেরও বেশি মানুষ এটি দেখেছেন। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 

এদিকে দৃশ্যটি দেখে অনেকে অলৌকিক ঘটনা বলে অভিহিত করেছেন। তবে, বিজ্ঞানীরা এটিকে প্রাকৃতিক অপটিক্যাল বিভ্রম হিসেবে ব্যাখ্যা করছেন। বিজ্ঞানীদের মতে, এটি ‘সানডগ’ (Sun Dog) নামে পরিচিত একটি আলোক প্রতিসরণ ঘটনার ফল।  

এই প্রভাবটি ঘটে যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা বরফের স্ফটিকের মধ্য দিয়ে প্রতিসৃত হয় এবং ২২ ডিগ্রি কোণে প্রতিফলিত হয়, ফলে একাধিক সূর্য দেখা যায় আকাশে। সূত্র : আজকাল ইন

এটিআর/


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর