Logo

আন্তর্জাতিক

ডান্ডা হাতে পড়ানো হচ্ছে ‘দেশপ্রেমের পাঠ’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬

ডান্ডা হাতে পড়ানো হচ্ছে ‘দেশপ্রেমের পাঠ’

ভারতের জম্মু-কাশ্মীরে পুলওয়ামায় জঙ্গি হামলার ছয় বছর পূর্ণ হয়েছে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। এ ছাড়া এদিন ছিল বিশ্ব ভালোবাসা দিবস। এই প্রেক্ষিতে বিহারের পার্কে পার্কে হানা দিল একদল যুবক। রড, লাঠি হাতে প্রেমিক-প্রেমিকাকে ধরছেন ওই যুবকেরা। তাদের দাবি, আগে দেশপ্রেম, পরে নিজের প্রেম। হুঁশিয়ারির সুরে ওই যুবকেরা বলছেন, ‘‘আজ ভালোবাসা দিবস উদ্যাপনের দিন নয়, পুলওয়ামায় নিহত ৪০ জন বীরকে স্মরণের দিন।’ 

সেই ‘দেশপ্রেমের পাঠ’ পড়াতে গিয়ে কারও কারও ওপর হাত তুলতেও কসুর করেননি কেউ কেউ। শুক্রবার নীতীশ কুমারের রাজ্যে পার্কে পার্কে এমনই ছবি দেখা গেল। ডান্ডা হাতে যুবকেরা জানাচ্ছেন, তারা ‘হিন্দু শিব ভবানী সেবা’ নামে একটি সংগঠনের সদস্য। পাশ্চাত্য সংস্কৃতিতে মজে থাকা যুবক-যুবতীদের সনাতন সংস্কার শেখাচ্ছেন।

শুক্রবার পটনার একটি পার্কে হুড়মুড় করে ঢুকে পড়েছিলেন ওই ‘হিন্দু শিব ভবানী সেবা’-র সদস্যেরা। পার্কে বসা যুগলকে দেখলেই তাদের কাছে গিয়ে বার্তা দিয়েছেন, ‘ভালোবাসা দিবসের উদযাপন বন্ধ কর। যা, পুলওয়ামার বীরদের স্মরণ কর।’ 

কেউ কেউ তর্ক করতে গিয়েছিলেন। অভিযোগ, তাতে হুমকি, মারধর করা হয়েছে। কেউ কেউ চড়-থাপ্পড় খেয়েছেন বলেও অভিযোগ। ওই ‘দেশপ্রেমিকদের’ দাবি, ‘ভালোবাসা দিবসের নামে ১৪ ফেব্রুয়ারিতে আদিখ্যেতা হচ্ছে। পাশ্চাত্য সংস্কৃতির উদযাপন এ দেশে চলবে না।’ 

শুক্রবার একই রকম ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদেও। সেখানে ‘বজরং দল’ এবং ‘ভারতীয় সুফি ফাউন্ডেশন’ নামে দুই সংগঠনের সদস্যেরা ‘অভিযানে’ নেমেছেন। প্রেমিক-প্রেমিকাকে ধরে তাদের হুঁশিয়ারি, ভারতে ‘ভ্যালেন্টাইন্‌স ডে’-র উদ‌্‌যাপন নৈব নৈব চ।

২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি ফিদায়েঁ জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হন পুলওয়ামায়। সেদিন ৭৮টি বাসে করে প্রায় আড়াই হাজারের বেশি সিআরপিএফ জওয়ান জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। মাঝপথে হামলা চালায় ‘পাক মদতপুষ্ট’ জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ। 

সূত্র : আনন্দবাজার

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর