Logo

আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, অধিকাংশই মহাকুম্ভের পুণ্যার্থী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৬

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, অধিকাংশই মহাকুম্ভের পুণ্যার্থী

ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজ্যের মির্জাপুর-প্রয়াগরাজ হাইওয়েতে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের মধ্যে অধিকাংশই মহাকুম্ভের পুণ্যার্থী ছিলেন বলে আশঙ্কা।

এর আগে ১১ ফেব্রুয়ারি মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। পুণ্যার্থীদের ট্রাভেলারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় মধ্যপ্রদেশের জব্বলপুরে। তখন সাতজন নিহত হন।

৩০ নম্বর জাতীয় সড়কে সিনহোরার কাছে ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ট্রাভেলারটির। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ট্রাভেলারটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। জানা গেছে, ট্রাভেলারের আরোহীরা প্রত্যেকেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গম থেকে ডুব দিয়ে ফেরার পথেই ঘটে এই ঘটনা।

সকালে স্নান সেরে ১০ ফেব্রুয়ারি রাতেই ওই ট্রাভেলারে চেপে রওনা দিয়েছিলেন প্রায় ২৫ জন পুণ্যার্থী। জবলপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়ির। ঘটনায় সাত জন মারা যান।

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর