Logo

আন্তর্জাতিক

মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৭

মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি

মদিনার পবিত্র মসজিদে নববীর প্রধান ইমাম নিযুক্ত হয়েছেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি। অপরদিকে, শেখ ইব্রাহিম আল-আকবারকে এই মসজিদের কোরআন তেলাওয়াত প্রোগ্রামের সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) পবিত্র কাবা ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের বরাতে দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ এ তথ্য জানিয়েছে।

শেখ আব্দুল রহমান আল হুদাইফি সৌদির নাগরিক। তিনি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য বিখ্যাত। এ ছাড়া মদিনায় কোরআন ছাপানোর দায়িত্বে থাকা কমিটির অন্যতম সদস্যও তিনি।

শেখ আব্দুল রহমান ১৯৪৭ সালের ২২ মে জন্মগ্রহণ করেন। তিনি তার গ্রামেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল-হুদাইফির তত্ত্বাবধানে তিনি কোরআন হেফজ করেন।

এরপর ১৯৭৫ সালের দিকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন।


সুপরিচিত এই ইসলামিক ব্যক্তি এতদিন মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর সময়ে তৈরি প্রথম মসজিদ মসজিদে কুবায় ইমামতি করেছেন তিনি। মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক আইনশাস্ত্র ও তাওহীদের লেকচারার হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে তার।

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর