Logo

আন্তর্জাতিক

২০ অভিবাসন বিচারককে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৬

২০ অভিবাসন বিচারককে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন

ট্রাম্প প্রশাসন কোনো পূর্ব সতর্কতা ছাড়া সপ্তাহান্তে ২০ জন অভিবাসন বিচারককে বরখাস্ত করেছে, যা ফেডারেল সরকারের আকার কমানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই খবর অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো প্রকাশ করেছে।

আন্তর্জাতিক ফেডারেশন অফ প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্সের সভাপতি ম্যাথিউ বিগস, যিনি অভিবাসন বিচারকদের প্রতিনিধিত্ব করেন, বলেন, ১৩ জন বিচারক, যারা এখনো শপথ নেননি, এবং ৫ জন সহকারী প্রধান বিচারককে কোনো নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে। এছাড়া গত সপ্তাহে আরও দুইজন বিচারককে বরখাস্ত করা হয়।

বিগস এক বিবৃতিতে বলেন, ‘আমাদের দেশের প্রেসিডেন্ট একদিকে অভিবাসীদের বহিষ্কারের প্রচার করছেন, আর অন্যদিকে সেই বিচারকদেরই বরখাস্ত করছেন যারা এসব মামলাগুলো শুনে সিদ্ধান্ত নেন। এটা সত্যিই বিভ্রান্তিকর।’

অভিবাসন আদালতগুলো বর্তমানে অতিরিক্ত মামলার চাপে ভোগ করছে, যেখানে ৩.৭ মিলিয়নেরও বেশি মামলা মুলতুবি রয়েছে, ফলে অনেক সময় লাগছে সিদ্ধান্ত নিতে। আশ্রয় আবেদন নিষ্পত্তি হতে অনেক বছরও লেগে যাচ্ছে।

যদিও অতিরিক্ত বিচারক নিয়োগের জন্য দ্বিদলীয় সমর্থন রয়েছে, ট্রাম্প প্রশাসনের দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টা আদালতগুলোর ওপর আরো চাপ ফেলেছে।

সম্প্রতি, ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন পর্যালোচনা অফিসে বড় ধরনের পরিবর্তন ঘটেছে, যার মধ্যে নতুন পরিচালক হিসেবে সির্সে ওউয়েনের নিয়োগ রয়েছে। সাবেক অভিবাসন বিচারক ওউয়েন নতুন নীতি প্রণয়ন করেছেন।

নিয়োগপ্রাপ্ত অভিবাসন বিচারক কেরি ডয়েল লিংকডইনে জানান, তাকে এবং অন্যান্য বাইডেন-নিযুক্ত বিচারকদের গত শুক্রবার ইমেল মাধ্যমে বরখাস্তের খবর জানানো হয়। এই ঘটনা ঘটে যখন অভিবাসন আদালতে প্রায় ৩.৫ মিলিয়ন মুলতুবি মামলা রয়েছে, এবং বিচার বিভাগ কংগ্রেসের কাছে অতিরিক্ত বাজেট চেয়ে নতুন লোক নিয়োগের আবেদন করেছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর