Logo

আন্তর্জাতিক

গুয়ানতানামো বে থেকে অভিবাসীদের সরিয়ে ফেলল ট্রাম্প প্রশাসন

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮

গুয়ানতানামো বে থেকে অভিবাসীদের সরিয়ে ফেলল ট্রাম্প প্রশাসন

অবশেষে যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে-তে আটক থাকা সব অভিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ঘাঁটিটির বন্দিশালার সম্প্রসারণ করে ৩০ হাজার মানুষের ধারণের পরিকল্পনার কয়েক সপ্তাহ পরেই এ পদক্ষেপ নেওয়া হলো।

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের (ডিএইচএস) মুখপাত্র ট্রিশিয়া ম্যাকলাফলিন বৃহস্পতিবার জানান, ১৭৭ জন অভিবাসীকে ভেনিজুয়েলার হেফাজতে স্থানান্তর করা হয়েছে। এছাড়া একজনকে যুক্তরাষ্ট্রের একটি বন্দিশালায় ফেরত পাঠানো হয়েছে।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ)সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার করা মামলার প্রতিক্রিয়ায় কর্মকর্তারা জানান, গুয়ানতানামো বে-তে ১৭৮ জন অভিবাসী ছিলেন। যাদের সবাই ভেনিজুয়েলার নাগরিক। এ অভিবাসীদের ভেনিজুয়েলার হন্ডুরাসের একটি বিমানঘাঁটির মাধ্যমে হস্তান্তর করা হয়। যেখানে যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন সামরিক উপস্থিতি রয়েছে।

এপি নিউজ জানিয়েছে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ‘অন্যায়ভাবে গুয়ানতানামো বে-তে নেওয়া’ অভিবাসীদের প্রত্যাবাসনের অনুরোধ করেছিল।

ডিএইচএস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এনবিসি নিউজকে জানান, প্রশাসন গুয়ানতানামো বে-কে ‘স্টেজিং এরিয়া’ হিসেবে ব্যবহার চালিয়ে যেতে চায়। তবে তারা বিকল্প স্থান যেমন টেক্সাসের ফোর্ট ব্লিসের সন্ধান করছে। যার মধ্যে টেক্সাসের ফোর্ট ব্লিস অন্তর্ভুক্ত।

গুয়ানতানামো বে-এর ক্যাম্প আইভি-এ ১২৭ জন এবং ঘাঁটির অভিবাসন পরিচালনা কেন্দ্রে ৫১ জনকে রাখা হয়েছিল। প্রশাসন আগেই ঘোষণা করেছে যে গুয়ানতানামো বে ‘সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের’ জন্য ব্যবহার করা হবে, যার মধ্যে গ্যাং সদস্যরা অন্তর্ভুক্ত।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) অভিযোগ করেছে, গুয়ানতানামোতে আটক অভিবাসীদের পরিবারের সদস্যরা বা আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। 

তবে ডিএইচএস-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘যদি এসিএলইউ হত্যাকারী ও হিংস্র গ্যাং সদস্যদের অধিকারের জন্য আমেরিকান নাগরিকদের চেয়ে বেশি উদ্বিগ্ন হয়, তবে তাদের নিজেদের নাম পরিবর্তন করা উচিত।’

এ সপ্তাহের শুরুতে জানানো হয় যে আটক অভিবাসীদের ‘সীমিত অধিকার’ রয়েছে। গুয়ানতানামোতে আটক থাকা তিনজনকে তাদের আইনজীবীর সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন-এর আইনজীবী লি গেলারেন্ট বলেন, ‘সরকার এখন বলছে যে আমরা আটক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারবো। কিন্তু শুধুমাত্র তাদের স্থানান্তরের পর—এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।’

ইমা/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর