Logo

আন্তর্জাতিক

চীনে নতুন করোনা ভাইরাসের সন্ধান, বাড়ছে উদ্বেগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১২

চীনে নতুন করোনা ভাইরাসের সন্ধান, বাড়ছে উদ্বেগ

বিশ্বে করোনার আতঙ্ক এখনো কাটেনি, এরই মধ্যে চীনে নতুন করোনা ভাইরাসের দেখা মিলেছে। উহান ইনস্টিটিউটের গবেষক শি জেনলিংয়ের নেতৃত্বে বিজ্ঞানীরা এই ভাইরাসের সন্ধান পেয়েছেন। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, এই ভাইরাসও বাদুড় থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে।  

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চীনে নতুন করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। এটির নাম HKU5-CoV-2। ২০২০ সালে করোনা সংক্রমণের জন্য দায়ী হওয়া সার্স কোভ-২ ভাইরাসের সঙ্গে এর অনেকটা মিল রয়েছে।  

গবেষণায় জানা গেছে, HKU5-CoV-2 ভাইরাস মানবদেহের এসিই২ কোষে প্রবেশ করতে সক্ষম। ল্যাব পরীক্ষায় দেখা গেছে, এটি মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে। তবে কতটা ভয়ঙ্কর হতে পারে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।  

নতুন ভাইরাসটি কি আবারও একটি মহামারি সৃষ্টি করতে পারে এই প্রশ্নের উত্তরে মিনেসোটা ইউনিভার্সিটির গবেষক ড. মাইকেল ওস্টেহম জানান, ২০১৯ সালের পর মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক বেড়েছে, তাই নতুন ভাইরাসটি মহামারি ছড়ানোর ঝুঁকি অনেকটাই কম। তবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।  

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর