Logo

আন্তর্জাতিক

আমাজনে জরুরি অবস্থা ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০১

আমাজনে জরুরি অবস্থা ঘোষণা

ছবি : গার্ডিয়ান

ব্রাজিলের আমাজনের বুরিতিকুপু শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শহরজুড়ে বিশাল বিশাল গর্ত বা সিঙ্কহোল সৃষ্টি হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ান

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির মোট জনসংখ্যা ৫৫ হাজার। এর মধ্যে প্রায় ১২০০ জনের বাড়ি সিঙ্কহোলের কারণে ধ্বংস হতে পারে। ইতোমধ্যে কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে। 

এ অবস্থায় চলতি মাসের শুরুতে ওই এলাকার স্থানীয় সরকার একটি ডিক্রি জারি করে। এতে বলা হয়, গত কয়েক মাসের মধ্যে সিঙ্কহোলের পরিধি বিস্তৃত হয়েছে। যা এখন আবাসিক ভবনের দিকে এগোচ্ছে। মূলত বৃষ্টির কারণে মাটি ক্ষয় হওয়া, বন উজাড় করে অপরিকল্পিত বাড়িঘর তৈরির কারণে এটির তীব্রতা বেড়েছে।

মারানহা ফেডারেল বিশ্ববিদ্যালয়ের ভূগোলবিদ অধ্যাপক মার্সিলিনো ফারিয়াস বলেন, ‘সম্প্রতি যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, তা পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিয়েছে।’

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর