Logo

আন্তর্জাতিক

পোপের শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২০

পোপের শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন

ছবি : এএফপি

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন রূপ নিয়েছে। ৮৮ বছর বয়সী এই ধর্মগুরুর শ্বাসকষ্টজনিত সমস্যা বেশ গুরুতর হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভ্যাটিকান এক বিবৃতিতে জানায়, ‘‘পোপ ফ্রান্সিস বর্তমানে ‘সজাগ’ থাকলেও তার শ্বাসকষ্টজনিত সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। তাকে উচ্চমাত্রার অক্সিজেন দেওয়া হয়েছে।’’

এছাড়া, রক্ত পরীক্ষা চলাকালে রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) ও প্লেটলেটের ঘাটতি (থ্রম্বোসাইটোপেনিয়া) ধরা পড়ায় তাকে রক্ত সঞ্চালনও করা হয়েছে। খবর গালফ নিউজের

এ সপ্তাহের শুরুর দিকে পোপের ডাবল নিউমোনিয়া ধরা পড়েছিল। সেই থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় অ্যাঞ্জেলাস প্রার্থনা পাঠ করবেন না তিনি।

ভ্যাটিকান জানায়, পোপ ফ্রান্সিস রোববারের অ্যাঞ্জেলাস প্রার্থনা পাঠ করবেন না। এর পরিবর্তে তার লিখিত বক্তব্য প্রকাশ করা হবে।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর