Logo

আন্তর্জাতিক

ফেডারেল কর্মীদের প্রতি মাস্কের সতর্কবার্তা

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪২

ফেডারেল কর্মীদের প্রতি মাস্কের সতর্কবার্তা

ট্রাম্পের নতুন নীতি নিয়ে ফেডারেল কর্মীদের প্রতি সতর্কবার্তা দিয়েছেন এলন মাস্ক। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক স্ট্যাটাসের মাধ্যমে এ সতর্কবার্তা দেন তিনি।

নতুন নীতির আওতায় ফেডারেল কর্মচারীদের নিয়মিতভাবে তাদের কাজের বিবরণ ইমেইলের মাধ্যমে জমা দিতে বলা হয়েছে। মাস্ক সতর্ক করেছেন, যাদের এই ইমেইলের জবাব দেয়া হবে না, তাদের চাকরি হারানোর ঝুঁকি রয়েছে।

পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুসারে শীঘ্রই সমস্ত ফেডারেল কর্মচারীরা একটি ইমেইল পাবেন। ইমেইলে জানতে চাওয়া হবে, গত সপ্তাহে তারা কী কাজ সম্পন্ন করেছেন।’ তিনি আরও লিখেন, ‘যারা এই ইমেইলের জবাব দেবেন না, তাদের পদত্যাগ হিসেবে গণ্য করা হবে।’

এদিকে, মাস্ক নতুন নীতির বিস্তারিত তথ্য না দিলেও সংবাদমাধ্যমে পাঠানো একটি মেইলে কর্মচারীদের উদ্দেশে লেখা হয়েছিল, তারা তাদের কাজের বিবরণ প্রায় পাঁচটি মূল পয়েন্টে উল্লেখ করে ই-মেইলের মাধ্যমে জমা দেবেন। এ ছাড়া ই-মেইলে ব্যবস্থাপককে সিসি করবেন।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর