Logo

আন্তর্জাতিক

জার্মানির নির্বাচনে রক্ষণশীলদের জয়, কট্টর ডানপন্থীরা দ্বিতীয় স্থানে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭

জার্মানির নির্বাচনে রক্ষণশীলদের জয়, কট্টর ডানপন্থীরা দ্বিতীয় স্থানে

জার্মানির জাতীয় নির্বাচনে ফ্রিডরিখ মেৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) জয়লাভ করেছে। তবে প্রত্যাশিত ৩০ শতাংশ ভোটের চেয়ে কম পেয়েছে দলটি।

নির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে কট্টর ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। তারা ২০.৮ শতাংশ ভোট পেয়েছে। পূর্ব জার্মানির কিছু অংশে তারা সবচেয়ে বেশি ভোট পেয়েছে, যা দেশটির রাজনৈতিক মানচিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে।

জয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে মেৎস বলেছেন, ‘আজ রাত উদযাপন করে কাল থেকে আমরা কাজে নামব।’ তিনি কট্টর ডানপন্থী এএফডির সঙ্গে কাজ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তবে তার দলকে কোয়ালিশন সরকার গঠনের জন্য যথেষ্ট সমর্থন পেতে হবে।

এদিকে নির্বাচনে শোচনীয় পরাজয় বরণ করেছে বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলৎজের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি)। মাত্র ১৬.৪ শতাংশ ভোট পাওয়ায় তারা কোয়ালিশন গঠনের আলোচনায় অংশ নিতে রাজি হয়নি।

এএফডির চ্যান্সেলর প্রার্থী অ্যালিস ভাইডেল বলেন, ‘জার্মানরা পরিবর্তনের জন্য ভোট দিয়েছে।’ তার দল এবার তরুণ ভোটারদের ব্যাপক সমর্থন পেয়েছে। বিশেষ করে টিকটকে চালানো প্রচারণার কারণে তাদের ভোট বেড়েছে বলে মনে করা হচ্ছে।

এএফডির প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যা জার্মান ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জার্মানির নতুন নেতৃত্বের সঙ্গে ইউরোপীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যৌথ নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নতির ওপর জোর দিয়েছেন।

ফ্রিডরিখ মেৎস জানিয়েছেন, তিনি ইউরোপকে আরও শক্তিশালী করতে চান। ইউক্রেনকে আরও বেশি সমর্থন দেবেন। তার এ জয় ইউরোপের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। সূত্র : বিবিসি।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর