Logo

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূতের সতর্কবার্তা

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূতের সতর্কবার্তা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপ চীন ও তাইওয়ানের ক্ষেত্রে সম্ভাব্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত সুসান রাইস।  

রবিবার (২৩ ফেব্রুয়ারি) এমএসএনবিসির জেন সাকির সঙ্গে এক সাক্ষাৎকারে সুসান রাইস অংশ নেন। সেখানে তাকে প্রেসিডেন্ট ট্রাম্পের রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক এবং শান্তি আলোচনায় ইউক্রেনকে পাশ কাটানোর বিষয়ে প্রশ্ন করা হয়।  

উত্তরে রাইস বলেন, ট্রাম্পের মন্তব্য শুধু হাস্যকর নয়, বরং তা অত্যন্ত বিপজ্জনক এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নীতিতে এক অশুভ পরিবর্তনের ইঙ্গিত দেয়। তিনি উল্লেখ করেন যে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে একনায়ক বলে অভিহিত করেছেন। রাইস যুক্তি দেন, ট্রাম্প বিশ্বকে যে বার্তাটি দিচ্ছেন তা হলো তিনি স্পষ্টভাবেই পুতিনের সঙ্গে নিজেকে সংযুক্ত করছেন।  

সম্প্রতি ট্রাম্প ও পুতিন একটি ফোন কলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করেছেন। তার প্রশাসনের সদস্যরা রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও ইউক্রেনীয়দের সঙ্গে কোনো আলোচনা করেননি।  

এই সপ্তাহের শুরুতে ট্রাম্প বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে জেলেনস্কিকে পাশ কাটাচ্ছেন, কারণ তার মতে আলোচনায় ইউক্রেনের কোনো শক্তি নেই।  

রাইস বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্টভাবে একনায়ক ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিজেকে সংযুক্ত করছেন, যেমনটি আপনি আপনার ভূমিকায় উল্লেখ করেছেন। একইসঙ্গে তিনি চীনের শি জিনপিংয়ের সঙ্গেও সম্পর্ক স্থাপন করছেন। কারণ বুঝতে হবে যে পুতিন ও শি, উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে মিলে এক ধরনের স্বৈরাচারী জোট গঠন করেছেন এবং তারা একসঙ্গে কাজ করছে।’  

ক্লিনটন, ওবামা ও বাইডেন প্রশাসনে দায়িত্ব পালন করা রাইস উল্লেখ করেন, ট্রাম্প দীর্ঘদিন ধরে ন্যাটোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার পারস্পরিক শুল্ক পরিকল্পনা এবং গ্রিনল্যান্ড ও কানাডা অধিগ্রহণের আকাঙ্ক্ষার মাধ্যমে অন্যান্য মিত্রদেরও চ্যালেঞ্জের মুখে ফেলছেন।  

তিনি প্রশ্ন করে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যখন ইউক্রেনকে আগ্রাসী শক্তি বলে অভিহিত করেন—যারা আসলে আক্রমণের শিকার—এটি শি জিনপিংয়ের জন্য কী বার্তা পাঠায়?’  

রাইস আরও বলেন, ‘যদি আমি চীনা নেতা হতাম, তাহলে এই পরিস্থিতি দেখে ভাবতাম যে এখন তাইওয়ান দখল করার সময় এসেছে।’  

তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি সতর্ক করে বলেন, ‘এটি মার্কিন জাতীয় স্বার্থের এক অত্যন্ত বিপজ্জনক পুনর্বিন্যাস। এটি আমার কাছে হতবাক করার মতো যে কংগ্রেসের রিপাবলিকানরা, যারা ভালোভাবেই বিষয়টি জানেন, তারা যেন নির্বিকারভাবে এটি ঘটতে দিচ্ছেন।’

কেআই/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর