Logo

আন্তর্জাতিক

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত আলোচনা নয় : হামাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৪

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত আলোচনা নয় : হামাস

ছবি : সিএনএন

অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের সাথে কোনো আলোচনা নেই বলে জানিয়েছেন হামাস নেতা মাহমুদ মারদাউই।

রোববার (২৩ ফেব্রুয়ারি) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ে শনিবার হামাস ছয়জন ইসরায়েলি পণবন্দিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েলের ৬২০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও ইসরায়েলি সরকার ‘অপমানজনক হস্তান্তর’ বলে তা স্থগিত করে।

এ বিষয়ে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘পরবর্তী ধাপে অপমানজনক অনুষ্ঠান ছাড়া জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো সন্ত্রাসীকে (ফিলিস্তিনি) মুক্তি দেওয়া হবে না।’ যুক্তরাষ্ট্রও ইসরায়েলের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে। 

মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন, ‘ছয় ইসরায়েলি পণবন্দির বিনিময়ে নির্ধারিত বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে (ইসরায়েলি) শত্রুর সাথে কোনো আলোচনা হবে না।’

তিনি আরও বলেন, ‘মধ্যস্থতাকারীদের অবশ্যই শত্রুকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে।’

রোববার ভোরে হামাস ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে ইসরায়েলের বিলম্বকে গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ‘লঙ্ঘন’ বলে নিন্দা জানায়।

চুক্তি অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি চলছে। এই সময়ে মোট ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। বিপরীতে ইসরায়েলি কারাগারে থাকা এক হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এরপর যুদ্ধবিরতির দ্বিতীয় ও তৃতীয় ধাপ শুরু হওয়ার কথা রয়েছে। তবে এখন তা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। 

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার ১৬ মাস পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত চুক্তি অনুযায়ী ২৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর