Logo

আন্তর্জাতিক

ফ্রান্সে অবস্থিত রুশ দূতাবাসে বিস্ফোরণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৯

ফ্রান্সে অবস্থিত রুশ দূতাবাসে বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

বিস্ফোরণে কেঁপে উঠল ফ্রান্সের মার্সেইলিতে অবস্থিত রাশিয়ার দূতাবাস। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। এমন দিনে এই বিস্ফোরণের ঘটনা ঘটল, যে দিনই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তি।

মার্সেইলির রুশ কনসাল জেনারেলকে উদ্ধৃত করে স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে, দূতাবাসের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা দূতাবাসের ভেতরে মলোটভ ককটেল ছুড়েছে। ঘটনাস্থলের কাছেই একটি চুরি হওয়া গাড়ি উদ্ধার করা হয়েছে।

ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছে, দূতাবাসের বাগানে ছোড়া হয়েছে মলোটভ ককটেল। আপাতত কোনো প্রাণহানি হয়নি। তবে দূতাবাসের কিছু সম্পত্তির ক্ষতি হয়েছে। আপাতত ওই এলাকা ঘিরে ফেলেছে স্থানীয় পুলিশ। আগুন নেভাতে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।

এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে রাশিয়া। গোটা ঘটনা নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে ফ্রান্সের কাছে। মার্সেইলির দূতাবাসে এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই দেখছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, যা ঘটেছে তাতে সন্ত্রাসবাদী হামলার ছাপ রয়েছে।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর