Logo

আন্তর্জাতিক

একই স্কুলের ছাত্রী-শিক্ষিকা ও অধ্যক্ষকে বিয়ে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬

একই স্কুলের ছাত্রী-শিক্ষিকা ও অধ্যক্ষকে বিয়ে

প্রতীকী ছবি

ভালোবাসার কোনো বয়স নেই—এ কথাই যেন বাস্তবে প্রমাণ করে চলেছেন সৌদি আরবের এক নাগরিক। পঞ্চাশোর্ধ্ব এই ব্যক্তি পরপর চারটি বিয়ে করে রীতিমতো আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। তবে তার বিয়ে নিয়ে সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, তিনি একই স্কুলের ছাত্রী, শিক্ষিকা এবং অধ্যক্ষকেও জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন!  

২০১২ সাল থেকেই এই ব্যক্তি বিভিন্ন সময় সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। যদিও তার নাম-পরিচয় জানা যায়নি, তবে চতুর্থবারের মতো বিয়ে করায় আবারও তিনি আলোচনায়।  

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রথমে ওই ব্যক্তি এক শিক্ষার্থীকে বিয়ে করেন। এরপর তিনি বিয়ে করেন সেই একই স্কুলের এক শিক্ষিকাকে। এরপর তার সংসারে যোগ দেন স্কুলটির অধ্যক্ষও! তবে এখানেই শেষ নয়, সম্প্রতি তিনি চতুর্থবারের মতো বিয়ে করেছেন। নতুন স্ত্রীও শিক্ষাক্ষেত্রের সঙ্গেই যুক্ত—তিনি অন্য একটি স্কুলের তত্ত্বাবধায়ক।  

চার স্ত্রী নিয়ে কেমন চলছে তার দাম্পত্য জীবন? এ নিয়ে তার এক স্ত্রীর মন্তব্য ছিল বেশ চমকপ্রদ। স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাড়িতে আমরা মিলেমিশে থাকি। স্কুলেও আমাদের মধ্যে কোনো সমস্যা হয় না। ৪ সতীন নিজেদের দায়িত্ব বুঝে নিয়েই চলি।  

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কেউ মজা করে বলছেন, ‘এই ভদ্রলোক মনে হয় একটা গোটা শিক্ষাপ্রতিষ্ঠানকেই নিজের সংসারে নিয়ে আসবেন!’ আবার কেউ লিখেছেন, ‘প্রেম, বিয়ে ও শিক্ষাঙ্গন—সবকিছুর এক অদ্ভুত সংমিশ্রণ ঘটিয়েছেন তিনি।’  

তবে অনেকে সমালোচনাও করছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘একজন মানুষের একাধিক বিয়ের অধিকার থাকলেও একই স্কুলের ছাত্রী, শিক্ষিকা ও অধ্যক্ষকে বিয়ে করা নৈতিকতার দিক থেকে কতটা সঠিক?’  

আরেকজন লিখেছেন, ‘এ ধরনের ঘটনা সমাজে ভুল বার্তা দিতে পারে। একজন শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক শিক্ষকতার গণ্ডিতেই থাকা উচিত।’

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর