Logo

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় প্রথমবার জন্মহার বৃদ্ধি, বেড়েছে বিয়ের হারও

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭

দক্ষিণ কোরিয়ায় প্রথমবার জন্মহার বৃদ্ধি, বেড়েছে বিয়ের হারও

ছবি : রয়টার্স

দক্ষিণ কোরিয়ায় গত ৯ বছরের মধ্যে প্রথমবারের মতো জন্মহার বৃদ্ধি পেয়েছে, একইঙ্গে দেশটিতে বিয়ের হারও বেড়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, ‘সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার জন্মহার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৭৫ শতাংশ, যা ২০২৩ সালে ছিল শূন্য দশমিক ৭২ শতাংশ। তার আগে ২০১৫ সালে এই হার ছিল ১.২৪, কিন্তু এরপর একটানা হ্রাস পেয়ে বিশ্বের সর্বনিম্ন পর্যায়ে চলে আসে।’

একই সময়ে দেশটিতে বিয়ের হারও বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে দেশটিতে বিয়ের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৯ শতাংশ, যা ১৯৭০ সাল থেকে সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালেও এই হার এক শতাংশ বেড়েছিল।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর