Logo

আন্তর্জাতিক

আপন ভাই-প্রেমিকাসহ পর পর ৫ খুন করে থানায় যুবক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫

আপন ভাই-প্রেমিকাসহ পর পর ৫ খুন করে থানায় যুবক

ঘাতক যুবক | ছবি : সংগৃহীত

আপন ভাই ও প্রেমিকাসহ পর পর ৫জনকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন এক যুবক। সম্প্রতি ভারতের কেরলের তিরঅনন্তপুরমে এই লোমহর্ষক ঘটনা ঘটে। 

ঘাতক যুবকরে নাম আফান (২৩)। পুলিশ সূত্রে জানা গেছে, আফান প্রথমে তার মা এবং প্রেমিকাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে, তারপর একটি হাতুড়ি দিয়ে ১৩ বছর বয়সী ভাইকে খুন করে। এরপর চাচার বাড়িতে গিয়ে চাচা-চাচিকে খুন করে। সবশেষে নিজের দাদিকে হত্যা করে থানায় খবর দেয় সে।

ঘটনার পর পুলিশ আফানের বাড়ি গিয়ে খুঁজে পায়, সে আরও কয়েকজনকে আঘাত করেছে, তবে তার ক্যান্সারাক্রান্ত মা কোনোমতে প্রাণে বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি।

আফান পুলিশকে জানিয়েছে, তার বাবা দুবাইয়ে ব্যবসা করেন। ব্যবসায়িক কারণে তার ৭৫ লক্ষ টাকা দেনা হয়ে গেছে। সেই দেনা পরিশোধ করতে গিয়ে আফান নিজেও সমস্যায় পড়েছে।

তার দাবি, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কোনো সাহায্য পায়নি সে, যে কারণে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে, কেন সে নিজের বান্ধবীকেও হত্যা করেছে, তা নিয়ে তদন্তকারীদের মধ্যে সন্দেহ রয়েছে।

এদিকে আফানের প্রতিবেশীরা জানান, ‘আফান খুবই শান্ত প্রকৃতির ছেলে। সে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারে, তা কোনোভাবেই কল্পনা করা যাচ্ছে না। বিশেষত, তার ১৩ বছর বয়সী ভাইকে হত্যা করার বিষয়টি সকলকে স্তম্ভিত করেছে।’

এই হত্যাকাণ্ড এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার মূল রহস্য উদঘাটনে কাজ করছে। 

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর