Logo
Logo

ইসলাম

অ্যাকুরিয়ামের রঙিন মাছ খাওয়া কি হালাল?

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১১:১৯

অ্যাকুরিয়ামের রঙিন মাছ খাওয়া কি হালাল?

অ্যাকুরিয়ামে মাছ পালন করতে হলে অবশ্যই তার পরিচর্যা জরুরি

সৌখিনতা ও শখের বশে আমাদের দেশে রঙিন মাছ পোষার প্রচলন রয়েছে। ইসলামের দৃষ্টিতে এভাবে মাছ পোষায় কোনো প্রতিবন্ধকতা নেই। সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন বৈধ প্রাণী পোষার নানা বর্ণনা পাওয়া যায়। তবে অ্যাকুরিয়ামে মাছ পালন করতে হলে অবশ্যই মাছের পরিচর্যা জরুরি। (বুখারি, হাদিস : ৬২০৩)

একই সঙ্গে ইদানিং অনেকে জানতে চান যে, অ্যাকুরিয়ামের ওই রঙিন মাছ পোষা তো জায়েজ কিন্তু তা খাওয়া কি হালাল? হানাফি মাজহাব এই প্রশ্নের একটি সামগ্রিক সমাধান দিয়েছে। সেটি হলো-

পানিতে যতরকম প্রাণী বাস করে, তার মধ্যে শুধু মাছ খাওয়াই হালাল। অন্য প্রাণীগুলো হারাম। আর পানিতে বসবাসকারী কোনগুলো মাছ আর কোনগুলো মাছ নয়- এটা বিবেচিত হয় মাছ বিষয়ে অভিজ্ঞদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে। 

এজন্য অ্যাকুরিয়ামে পোষা মাছগুলো যদি ভাষাবিদ ও সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞদের নিকট মাছ হিসেবেই বিবেচিত হয়, তাহলে তা খেতে সমস্যা নেই। অর্থাৎ খাওয়া হালাল। বিপরীতে অ্যাকুরিয়ামের ওই রঙিন মাছের কোনোটিকে যদি তারা মাছ হিসেবে বিবেচনা না করেন, তাহলে সেটি খাওয়া জায়েজ হবে না।

তথ্যসূত্র :  ফতোয়া নম্বর : ১৪৪৪১২১০০১০৪, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া বানুরি টাউন, করাচি



Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর