Logo
Logo

রাজনীতি

শনিবার রাজধানীতে জাতীয় পার্টির বিক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১৪:১০

শনিবার রাজধানীতে জাতীয় পার্টির বিক্ষোভ


চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের অন্যান্য নেতাদের নামে হওয়া মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবার (০২ নভেম্বর) রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জাতীয় পার্টি (জাপা)।  বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ২টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতি হিসেবে বক্তব্য পেশ করবেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।  

এছাড়াও দলটির শীর্ষ নেতারা বক্তব্য পেশ করেবন। সমাবেশ শেষে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর