• শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪২৮

ফাইল ফটো

শেষ পৃষ্ঠা

সিঙ্গাপুরে আহতদের পাশে বিমানমন্ত্রী

ভুল শুধরে নিজ ঠিকানায় ফয়সাল-নাজিয়া

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৮

ভুল ঠিকানা থেকে আসল ঠিকানায় কবরস্থ হলেন নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহত নাজিয়া আফরিন চৌধুরী ও ফয়সাল আহমেদ। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার সকালে তাদের দ্বিতীয়বারের মতো দাফন করা হয়। এদিকে ওই দুর্ঘটনায় আহত তিনজনকে সিঙ্গাপুরের হাসপাতালে দেখতে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল।

নিহত নাজিয়া ও ফয়সালের পরিবার জানায়, নাজিয়ার মরদেহ ভেবে গত ১৯ মার্চ ফয়সালকে ঢাকার বনানী কবরস্থানে ও ফয়সালের মরদেহ ভেবে নাজিয়াকে পরদিন শরীয়তপুরের ডামুড্যায় দাফন করা হয়। বনানী কবরস্থানে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ সহকারী প্রধান নাজিয়া আফরিন চৌধুরীর কফিনে বৈশাখী টেলিভিশনের প্রতিবেদক ফয়সাল আহমেদের মরদেহের ট্যাগ দেখে বিষয়টি ধরা পড়ে। এরপর উভয় পরিবার মরদেহ সঠিকভাবে হস্তান্তর চেয়ে আদালতে আবেদন করেন। গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান নিহতদের মরদেহ কবর থেকে উঠিয়ে স্বজনদের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।

আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গত বৃহস্পতিবার রাতে বনানী কবরস্থান থেকে ফয়সালের মরদেহ তুলে তা শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিধলকুড়ায় তার গ্রামের বাড়িতে নেওয়া হয়। গভীর রাতে জানাজা শেষে আগে থেকে খুঁড়ে রাখা কবরে তাকে দাফন করা হয়। এদিকে ফয়সালের গ্রামের বাড়িতে দাফন করা নাজিয়ার মরদেহ ঢাকায় এনে শুক্রবার সকাল ৮টায় বনানী কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার রাত ৪টা ৫০ মিনিটের দিকে নাজিয়ার মরদেহটি উত্তোলন করে তার ভাই আলী আহম্মেদ চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়। ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থেকে মরদেহ হস্তান্তর করেন।

এদিকে শুক্রবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মন্ত্রী একেএম শাহজাহান কামাল গত বৃহস্পতিবার রাতে বিমান দুর্ঘটনায় আহত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ডা. রেজওয়ানুল হক শাওন, ইমরানা কবির হাসি ও কবির হোসেনকে দেখতে যান। তিনি আহতদের শয্যাপাশে কিছু সময় কাটান, তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং স্বজনদের সঙ্গে কথা বলেন। আবেগাপ্লুত আহতরা সমবেদনা জানানোয় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মন্ত্রী আহতদের চিকিৎসা-সংক্রান্ত ব্যাপারটি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন।

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১২ মার্চ ইউএস-বাংলার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ২৮ জন বাংলাদেশি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads