আমু ও কামরুলকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০৯
ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে বুধবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনালে হাজির করা হবে।
গত সোমবার (২ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ তাদের হাজির করার আদেশ দেন।
এর আগে তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন।
ইতোমধ্যে এই দুই প্রভাবশালী সাবেক মন্ত্রী ভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় রাজধানীর পৃথক থানায় দায়ের হওয়া হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন তারা। সাবেক মন্ত্রী হওয়ার সুবাদে তারা বর্তমানে কারাগারে বিশেষ সুবিধাপ্রাপ্ত বন্দি হিসেবে ডিভিশনে আছেন।
গত ৬ নভেম্বর আমির হোসেন আমু ও ১৯ নভেম্বর কামরুল ইসলাম গ্রেপ্তার হন।
জেইউ/এমএইচএস