Logo
Logo

আইন ও বিচার

অর্থপাচার মামলায় তারেক-মামুনের সাজা স্থগিত

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩

অর্থপাচার মামলায় তারেক-মামুনের সাজা স্থগিত

সিঙ্গাপুরে অর্থপাচারের মামলায় তারেক রহমানের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় তারেকের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল, নাসির উদ্দিন অসীম, মো. জাকির হোসেন প্রমুখ।

ঘটনার বিবরণে জানা যায়, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা একটি মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর বিচারিক আদালত তারেক রহমানকে খালাস দিয়েছিলেন। একই মামলায় তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে ২০১৬ সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেককে সাত বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেন হাইকোর্ট।

হাইকোর্টের দেওয়া ওই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করা হয়। পুর্ণাঙ্গ বেঞ্চে প্রাথমিক শুনানি শেষে আজ এ আদেশ দেওয়া হলো।

জেইউ/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর