Logo
Logo

আইন ও বিচার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

বিচারের মান বজায় রাখতে সহযোগিতা করবে তুরস্কের জুরিস্ট ইউনিয়ন

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬

বিচারের মান বজায় রাখতে সহযোগিতা করবে তুরস্কের জুরিস্ট ইউনিয়ন

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখতে তুরস্কভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদল সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনকালে ১৫ সদস্যের এই প্রতিনিধিদল প্রথমে বিচারপতিদের সঙ্গে সাক্ষাৎ করে। পরে তারা ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে মতবিনিময় করে।

সাক্ষাতে বিচার প্রক্রিয়া এবং আইন সংশোধন নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। পাশাপাশি মামলাগুলোর ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন। আন্তর্জাতিক অঙ্গনে ট্রাইব্যুনালের বিচারের মান বজায় রাখার জন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদল। 

বৈঠক শেষে প্রসিকিউশন সূত্রে জানানো হয়, জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলে তুরস্কের বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্য রয়েছেন, যাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিভিন্ন মামলা পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে।

এছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে ট্রাইব্যুনালে বিএনপি-জামায়াত নেতাদের ন্যায়বিচার পাওয়ার বিষয়ে বিভিন্ন প্রশ্ন ওঠার পর, তুর্কি সরকারের পক্ষ থেকে এই প্রতিনিধিদলের কয়েকজন সদস্য বাংলাদেশ সফর করেছিলেন। তখন তাদের ট্রাইব্যুনালে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল।

জেইউ/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর