Logo
Logo

আইন ও বিচার

৪ মামলায় খালাস পেলেন আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৬

৪ মামলায় খালাস পেলেন আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল

ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও, মতিঝিল ও পল্টনসহ গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক চার মামলা থেকে খালাস পেয়েছেন আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী।

বুধবার (৬ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম।

এসব  মামলায় সাক্ষীরা আদালতে ঘটনার বিষয়ে কিছু বলতে পারেননি উল্লেখ করে এই প্রসিকিউটর জানান, শুধুমাত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন। মামলায় সাক্ষ্যগ্রহণ পর্যায়ে বিচারক আসামিকে মামলার দায় থেকে খালাস দিয়েছেন।

প্রসঙ্গত,  ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র‌্যাব। পরদিন তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর গাছা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তেজগাঁও, মতিঝিল ও পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও তিন মামলা হয়। তার বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দেওয়ার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার মতো অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। সবশেষ গত বছরের ৪ নভেম্বর উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হন এই বক্তা।

এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর